267866

রহস্যময় ঘটনা! রাজবংশীয় এই নারীকে গাধার সঙ্গে সমাহিত করা হয়

অতীতের নানা সভ্যতা, সংস্কৃতি কিংবা জনপদ সম্পর্কে জানার কৌতূহল সবার মধ্যেই রয়েছে। বর্তমানে বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিকরা অতীতের নানা নিদর্শন আবিষ্কার করে বিশ্বকে চমকে দিচ্ছেন। তেমনই এক ঘটনা জানা যায় ২০১২ সালে।

চীনের ইতিহাসের অন্যতম শক্তিশালী এবং সমৃদ্ধ তাং রাজবংশের সময়কার একটি সমাধি আবিষ্কার করেন গবেষকরা। খ্রিষ্টীয় সপ্তম থেকে দশম শতাব্দী পর্যন্ত চীনে তাং রাজবংশের শাসন ছিল। এটি চীনের শিগান শহরে অবস্থিত। এই সমাধিস্থলে গবেষকরা কুই শি নামের একজন অভিজাত নারীর সমাধি আবিষ্কার করেন।

সমাধিটি উন্মুক্ত করার পর গবেষক দল রীতিমতো বিস্মিত হয়ে যান! তারা এই নারীর সমাধিতে একটি গাধার দেহাবশেষও পেয়েছিলেন। গবেষকদের কাছে খুবই অদ্ভুত মনে হয়েছিল যে, এমন একজন অভিজাত নারীর সঙ্গে কেন গাধার মতো একটি নগণ্য প্রাণী সমাহিত করা হয়েছিল।

গবেষকরা এর কারণ উদঘাটনের জন্য প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক অনেক নিদর্শন নিয়ে গবেষণা করেন। তারা সম্প্রতি এই বিষয়ে মতামত প্রকাশ করেছেন। গবেষকদের বিশ্বাস অভিজাত এই নারী একজন ডানকি পোলো খেলোয়াড় ছিলেন।

এই সমাধি থেকেই নারী ও গাধার দেহাবশেষ পাওয়া যায়

এই সমাধি থেকেই নারী ও গাধার দেহাবশেষ পাওয়া যায়

তার এই খেলা খুবই প্রিয় ছিল।এমনকি মৃত্যুর পরবর্তী জীবনেও তার এই খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। মৃত্যুর পর তিনি যেন ডানকি পোলো খেলা চালিয়ে যাতে পারেন সে কারণেই তার সঙ্গে একটি গাধাও সমাহিত করা হয়েছিল।

গবেষণা দলের অন্যতম সদস্য ছিলেন প্রত্নতত্ত্ব নৃবিজ্ঞানী সোনমেই হু। তিনি মনে করেন, কুই শি’র মতো একজন প্রাচীন অভিজাত নারীর গাধা ব্যবহারের বিষয়টি খুবই বিরল ঘটনা। এমনকি তার মতো একজন নারীর কবরে গাধা সমাহিত করাও বেশ অবাক করা ঘটনা।

গাধার সঙ্গে সমাহিত করা সমাধি আবিষ্কারের ঘটনা এটাই প্রথম। তবে বেশ কয়েকটি প্রাচীন নথি থেকে স্পষ্ট হয় কুই শি’র ডানকি পোলো খেলার প্রতি প্রচণ্ড টান ছিল। প্রকৃতপক্ষে চীনের প্রাচীন তাং বংশের লিখিত নথি থেকে জানা যায়, অভিজাত ব্যক্তিদের অনেক বিনোদনমূলক শখ ছিল।

সেসময় লভজু নামের একটি পোলো খেলা প্রচলিত ছিল। এই খেলার জন্য ঘোড়ার পরিবর্তে গাধা ব্যবহৃত হতো। কুই শি’র বাও গাও নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল। বাও গাও সে সময়ের একজন দক্ষ পোলো খেলোয়াড় ছিল। তার খেলায় মুগ্ধ হয়ে সম্রাট জিজং তাকে জেনারেল পদে উন্নীত করেন।

গাধার মাথার কঙ্কাল

গাধার মাথার কঙ্কাল

প্রাচীন চীনের সম্রাটরা সে সময় তাদের জেনারেলদের দক্ষতার মূল্যায়নের ক্ষেত্রে পোলো খেলার দক্ষতা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতেন। হর্স পোলো বিপজ্জনক ছিল। এমনকি বাও গাও এর মতো একজন দক্ষ খেলোয়াড় ঘোড়ার পিঠে চড়ে খেলার সময় দুর্ঘটনার শিকার হয়ে একটি চোখ হারিয়েছিল।

আর ঘোড়া সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবেও বিবেচিত হতো। ফলে ঘোড়ার পরিবর্তে গাধার ব্যবহার শুরু হয় পোলো খেলার জন্য। গাধা তুলনামূলকভাবে শান্ত প্রাণী। পোলো খেলার ক্ষেত্রেও এতে ঝুঁকি কম ছিল। চীনের তাং সাম্রাজ্যের সময় ডানকি পোলো খেলা প্রচলিত হলে এটি বেশ নিরাপদ খেলা হিসেবে বিবেচিত হয়েছিল। ফলে মেয়েরাও এই খেলায় অংশগ্রহণ করত।

ঐতিহাসিক বিভিন্ন নথি থেকে জানা যায় চীনের তাং সাম্রাজ্যের সময় নারীদের কাছে ডানকি পোলো জনপ্রিয়তা পেয়েছিল।কুই শি’র সামাধিতে প্রাপ্ত গাধার দেহাবশেষ পাওয়ার পর অনেকেই মতামত প্রকাশ করেছিলেন হয়ত সমাধি লুঠকারীরা কোনো কারণে এটা রেখেছিল।

তবে গবেষকরা রেডিওকার্বন ডেটিং এর সাহায্যে জানতে পারেন, কুই শি’র সমাধিতে থাকা গাধার দেহাবশেষ তার সময়কার। এতে প্রমাণিত হয়, তার ইচ্ছা অনুযায়ী সমাধিতে এটা রাখা হয়েছিল। এর হাড়ের গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভার বহন এবং দৌড়ের যে প্রমাণ মেলে তা পোলো খেলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি পোলো খেলোয়াড় ছিলেন

তিনি পোলো খেলোয়াড় ছিলেন

কুই শি’র সমাধিতে দেহাবশেষ পাওয়া এই গাধার বয়স ছিল ছয় বছরের কাছাকাছি। গবেষকদের ধারণা, এটি পোলো খেলার জন্য বিশেষভাবে পালন করা হয়েছিল। একটি গবেষণা অনুযায়ী, খ্রিষ্টপূর্ব তিন থেকে চার হাজার অব্দের মধ্যে গাধা পালন শুরু হয়েছিল।

সেসময় ইউরেশিয়া অঞ্চলে বিভিন্ন বস্তু বহনের জন্য ব্যবহৃত হতো। যুদ্ধ কিংবা সামজিক কার্মকাণ্ডের সময় বিভিন্ন জিনিস বহনের জন্যেও নিয়মিত গাধার ব্যবহার হতো সে সময়। এমনকি সমাজের অভিজাত শ্রেণির মধ্যে গাধার ব্যবহার ছিল।

চীনের তাং রাজবংশের শাসনের সময়কাল ছিল ৬১৮ থেকে ৯০৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত। এসময় পোলো খেলা চীনে খুবই জনপ্রিয় ছিল। খেলাটি প্রাচীন পারস্যে শুরু হয়েছিল বলে জানা যায়। খ্রিষ্টপূর্ব ২৪৭ অব্দ থেকে ২২৪ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে খেলাটি বিভিন্ন অঞ্চলে প্রচলিত হয়েছিল।

পাঠকের মতামত

Comments are closed.