263398

[১] লকডাউনে বয়ফ্রেন্ডের সঙ্গে এক ঘরে, দুর্ধর্ষ প্রেম!

আবুল বাশার নূরু: [২] করোনায় কিছুটা গতি কমেছে আমেরিকার মৃত্যু মিছিলের। স্পেনও দাবি করেছে, দৈনিক মৃতের সংখ্যা এখন কিছুটা কম। একই কথা জানাচ্ছে ইতালি, ফ্রান্সও। যার জন্য ইউরোপের কম ক্ষতিগ্রস্ত দেশগুলো গৃহবন্দি থাকার নির্দেশিকা শিথিল করার কথা ভাবছে। একমাত্র যে ব্রিটেন এতদিন বাসিন্দাদের গৃহবন্দি করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছিল না, তারাই এখন দেশ এক বছর তালাবন্ধ করার কথা ভাবছে। প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিজ্ঞানবিষয়ক উপদেষ্টামণ্ডলির বিশেষ বৈঠকে মিলেছে এমনই ইঙ্গিত।

[৩] দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন নাগরিকদের ঘরের বাইরে বের না হতে কঠোর নির্দেশনা দিয়েছেন। এরপর দেশটির বাসিন্দা লরেন মেরিনার বয়ফ্রেন্ড ফোন করে বলেন লকডাউনে এক সঙ্গে থাকতে চান তিনি। তার বয়ফ্রেন্ডের নাম ম্যাট। তাকে তিনি ভালোবাসেন। এর আগে তারা এক সঙ্গে ডেটিংও করেছেন। তাই এবার সপ্তাহে সাতদিন আর দিন ২৪ ঘণ্টা ডেটিং করার সুযোগ পেয়ে গেছেন!

[৪] অনেক কিছু চিন্তা করার পর লরেন ম্যাটকে তার বাড়িতে চলে আসার জন্য বলেন। ম্যাটও পাঁচ জোড়া প্যান্ট, কিছু টি-শার্ট, তার নিজের গিটার, আধা ব্যাগ পাস্তা নিয়ে পৌঁছে যান তার বাড়িতে। বর্তমানে তারা এক সঙ্গেই বসবাস করছেন। তাদের মতে, করোনার এই দুঃসময়ে নিজেকে বাড়ির ভেতরে রাখার মতো নিরাপদ কিছু আর নেই। বাড়িতে থাকলে করোনার হাত থেকে বাঁচা যাবে।

[৫] লকডাউনের মধ্যে একই ফ্লাটে থাকছেন ব্রিটিশ এই তরুণ-তরুণী। ঘুমাচ্ছেনও একই সঙ্গে। তাদের দিনের প্রথমভাগটা তাজা গ্রাউন্ড কফি দিয়ে শুরু হয়। এরপর চলে দেশীয় সংগীত চর্চা আর যোগব্যায়াম। গোসল করার পর চলে বন্ধুদের সঙ্গে যোগাযোগ। তারা দু’জনেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের বন্ধুদের সঙ্গে শারীরিক দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু মানসিক দূরত্ব রাখতে চান না তারা।

[৫] লরেন মেরিনা বলেন, আমরা সন্ধ্যায় ইউটিউব লাইভ রেকর্ডিং করি। তারপর রাতে ডিন মার্টিন ক্রোনস বাজিয়ে পস্তা নিয়ে বসি। এভাবেই চলে আমাদের ডেটিং। আর বাসায় বসে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নতুন নতুন কিছু দক্ষতা অর্জন করার চেষ্টা করছি। তাই আমরা তান্ত্রিক সেক্সের ওপর একটি বই এবং আরো কিছু কনডমের অর্ডার দিয়েছি অনলাইনে।

[৬] লরেন মেরিনা বলেন, ‘লকডাউনের মধ্যে এক সঙ্গে থাকছি আমরা। এই দুঃসময়ে আমরা প্রায় প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টার পর হেসে হেসে কাটিয়েছি। বেশিরভাগ দিন আমরা একে অপরকে নিয়ে রসিকতা করেছি।’ লকডাউনের মধ্যে এভাবেই এগিয়ে চলছে তাদের প্রেম।

সূত্র: মেট্রো, দৈনিক কালের কন্ঠ।

পাঠকের মতামত

Comments are closed.