263401

চলতি বছরের বর্ষার পূর্বাভাস আজই জানাবে আবহাওয়া দফতর

চলতি বছরে দেশে বর্ষার আগমন, কেমনই বা হবে তার গতি প্রকৃতি— এই সবই বুধবার বিষদে জানাবে ভারতীয় আবহাওয়া দফতার। এবছর অবশ্য কৃষকদের ক্ষেত তৈরির কাজের পুরোটাই সারতে হবে লকডাউনের মধ্যে।

এই সময় ডিজিটাল ডেস্ক: জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশের কোন প্রান্তে ঠিক কতটা বৃষ্টি হবে তারও পূর্বাভাস মিলবে এদিন। আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে খরিফ শস্য বপনের মরশুম। আবহাওয়ার আগাম পূর্বাভাস পেলে ক্ষেতগুলিকে সেভাবেই তৈরি করতে পারবেন দেশের কৃষকরা।

২০১৯ সাল পর্যন্ত ১ জুন থেকে ১ সেপ্টেম্বরকে বর্ষা আসা ও বিদায় নেওয়ার ‘নর্মাল রেফারেন্স ডেট’ হিসেবে ধরা হত। ১৯৪১ সাল থেকে টানা ৭৯ বছর এই নিয়মই চলে আসছে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী কেরালায় এই তারিখের আসপাশেই ঢুকবে বর্ষা। তবে অন্যান্য জায়গায় কিছুদিন পিছিয়ে যেতে পারে বর্ষার আগমন। উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নেওয়ার তারিখ ১০দিন পিছিয়ে যেতে পারে বলেও ধারনা। আবহাওয়ার আগাম পূর্বাভাস কৃষকদের পাশাপাশি সাহায্য করবে স্থানীয় প্রশাসন, হাইড্রো-পাওয়ার প্লান্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকে আগে থেকে সব গুছিয়ে রাখার, যাতে পুরো দমে বর্ষা ঢুকে পড়লে কোথাও অব্যবস্থা দেখা না দেয়।

যদিও আজকের পূর্বাভাস বৃহত্তর চিত্র বুঝতে সাহায্য করবে, তবুও কৃষকদের একটা ধারণা তৈরি হবে ঠিক কী ধরনের শস্য তাঁরা বপন করতে পারেন। নির্দিষ্টভাবে পরিস্থিতি বোঝা যাবে মে মাসের শেষ সপ্তাহ বা জুনের প্রথম সপ্তাহে।

আজ আবহাওয়া দফতরের পূর্বাভাসের উপর ভিত্তি করে আগামীকাল ১৬ এপ্রিল কেন্দ্রীয় কৃষি মন্ত্রক ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে খারিফ জাতিয় কনফারেন্স করবে।

সোর্স এইসময়  

পাঠকের মতামত

Comments are closed.