239506

সরফরাজ সাংবাদিকের ওপর চটে গেলেন বাংলাদেশকে ‘বাঙ্গাল’ বলাতে 

ডেস্ক রিপোর্ট : চলতি দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। টুর্নামেন্টজুড়ে তীব্র সমালোচনার তীরে বারবার বিদ্ধ হয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ।

ভারতের বিপক্ষে ম্যাচে তার হাই তোলা এবং মেদবহুল ভুঁড়ি নিয়ে কম ট্রোলিং হয়নি। এর শিকার হয়েছে তার পরিবারও। এরপর টুর্নামেন্ট শেষে দেশে ফিরে করাচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সরফরাজ।

সেখানে অসংখ্য প্রশ্নবান ধেয়ে আসে তার দিকে। যার মধ্যে দুটি ঘটনা না বললেই নয়। এ সময় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সম্পর্কে এক পাকিস্তানি নারী সাংবাদিক ‘বাঙ্গাল’ শব্দ উচ্চারণ করায় সরফরাজ তার ওপর চটে উঠেন।

সেই নারী টিভি সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘বাঙ্গালদের বিপক্ষে শোয়েব মালিককে কেন টিম ম্যানেজমেন্ট একটা বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেয়নি?’

এ সময় এমন প্রশ্নের জবাবে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এই শব্দটি উচ্চারণ করবেন না। সামাজিক মাধ্যমে এটা আপনার জন্য একটা ইস্যু হতে পারে। আমি মনে করি আপনার ‘বাংলাদেশ’ বলা উচিত। আপনি আপত্তিকর শব্দ ব্যবহার করছেন।’

এরপর সেই সাংবাদিকের প্রশ্নেরও জবাব দেন সরফরাজ, ‘শোয়েব আমাদের দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় এবং যদিও বিশ্বকাপটা তার ভালো যায়নি তবে দেশকে তিনি অনেক কিছু দিয়েছেন। দলে তার উপস্থিতি আমাদের সবার জন্যই খুব দারুণ কিছু ছিল। কেবলমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগী হতে বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শোয়েব মালিক।’

এদিকে বিশ্বকাপে তার দলের সেমিফাইনালের সম্ভাবনা নষ্ট হয়ে গিয়েছিল ভারত-ইংল্যান্ড ম্যাচেই। পাকিস্তানকে সেমির পথ থেকে ছিটকে দিতেই ইংল্যান্ডের কাছে ভারত ইচ্ছে করে হেরেছে- এমন অভিযোগ তুলেছিলেন পাকিস্তানেরই সাবেক ক্রিকেটার।

কিন্তু এমনটা মনে করেন না সরফরাজ। এ ব্যাপারে তিনি বলেন, ‘না, না, এভাবে বলা ঠিক না। আমাদের কারণে ভারত হেরেছে আমি এমনটা মনে করি না। জয়ের জন্য ইংল্যান্ড ভালো খেলেছে।’

পাঠকের মতামত

Comments are closed.