239503

অর্ধসহস্রাধিক ভারতীয় জেলে আটক বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার অপরাধে 

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার অপরাধে অর্ধসহস্রাধিক ভারতীয় জেলে আটক। পটুয়াখালীর কলাপাড়ার বঙ্গোপসাগরের মোহনা রামনাবাদ চ্যানেল থেকে ৩২টি ভারতীয় ট্রলারসহ পাঁচ শতাধিক জেলেকে আটক করেছে উপকূলীয় কোস্টগার্ড সদস্যরা। রোববার দুপুরে পশ্চিমবঙ্গ এলাকার এ ট্রলারগুলো সাগরে বাংলাদেশের জল সীমানায় প্রবেশ করে।

কোস্টগার্ড পায়রা বন্দর কন্টিজেন্ট কমান্ডার মো. রেজাউল করিম জানান, রোববার দুপুরে এ ট্রলারগুলো তাদের হেফাজতে আনা হয়েছে। বর্তমানে পায়রা বন্দর কোস্টগার্ড ঘাটে এ ট্রলারগুলো বেঁধে রাখা হয়েছে। তবে ট্রলারগুলোতে কোনো অবৈধ জিনিসপত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছে কোস্টগার্ড।

ভারতীয় জেলেরা জানান, ঝড়ের কবলে পড়ে তারা সেখানে আশ্রয় নেন। মাছ শিকাররত অবস্থায় ঝড়ের কবলে দিক হারিয়ে ফেলেন। এসব ফিশিং বোড রামনাবাদ চ্যানেলে প্রবেশ করলে কোস্টগার্ড তাদের নিরাপদ হেফাজতে নিয়ে আসে। প্রত্যেক ট্রলারগুলো অত্যন্ত ১৫-১৮ জন জেলে রয়েছে। এদিকে জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, যেহেতু তাদের ট্রলারে জাল রয়েছে তারা অবৈধ অনুপ্রবেশকারীর আওতায় পড়ার কথা।

পাঠকের মতামত

Comments are closed.