239510

শাবানা আজমিকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করা হয় সরকারের বিরোদ্ধে প্রশ্ন তোলাতে

ডেস্ক রিপোর্ট : ভারতের প্রথিতযশা অভিনেত্রী শাবানা আজমি। বর্তমানে তিনি লোকসভায় সংরক্ষিত আসনে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য। তিনি বলেছেন, বর্তমান সময়ে কোনো ব্যক্তি যদি সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন, তাহলে তাকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করা হয়।

শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে এক অনুষ্ঠানে শাবানা আজমি আরও বলেন, একটি দেশে কারো ভুল ধরা কোনো অন্যায় নয়। কারণ, এটা অগ্রগতিকে সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে কর্মকান্ড সংশোধন করতে সাহায্য করে। এটা দেশের স্বার্থের জন্যই মঙ্গলময়।

তিনি আরো বলেন, যদি কেউই ভুলত্রুটি ধরিয়ে না দেয় তাহলে পরিস্থিতির কখনোই উন্নতি হবে না। তবে তিনি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নাম উল্লেখ করেন নি। এ খবর দিয়েছে জিনিউজ।

কেউ কাউকে দেশবিরোধী হিসেবে আখ্যায়িত করবে এ জন্য কারো ভয় পাওয়া উচিত নয় বলে মন্তব্য করেন শাবানা আজমী। তিনি বলেন, কারো কাছ থেকে জাতীয়তাবাদের সনদ পাওয়ার প্রয়োজন নেই কারো।

অভিনেত্রী বলেন, ভারতীয়রা তার দেশের ঐতিহ্য নিয়ে গর্ব করেন। তারা ভারতে সবাইকে একসঙ্গে নিয়ে যে সংস্কৃতি তা রক্ষা করার জন্য লড়াই করে যাবেন। তিনি স্বীকার করেন, সাম্প্রদায়িক দাঙ্গার সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার নারীরা। কারণ, দাঙ্গার জন্য তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হয়। তাদের সন্তানরা ভয়াবহ দুর্ভোগের শিকার হয়।

তার মতে, ভারত অত্যন্ত চমৎকার একটি দেশ। কেউ এ দেশে বিভক্তির কথা বললে তা মোটেও ভাল নয় দেশের জন্য। তিনি এ সময় ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংসের প্রসঙ্গে কথা বলেন। শাবানা আজমি বলেন, যখন ওই মসজিদটি ধ্বংস করে দেয়া হয়, তখন ঘটনাটি প্রভু রামের জন্য অবশ্যই বেদনার ছিল। কারণ, রাম এমন একজন, যিনি সব সময় শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাস করতেন।

পাঠকের মতামত

Comments are closed.