218223

সাকিবদের হারিয়ে গেইলের ‘ভাংড়া’ নাচ (ভিডিও)

অনলাইন সংস্করণঃ- ইন্ডিয়ান প্রিমিয়ায়র লিগে রোমাঞ্চকর ম্যাচে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। বরাবরের মতো এই ম্যাচেও সাকিব ছিলেন না হায়দরাবাদের একাদশে, এই নিয়ে টানা পাঁচ ম্যাচ বসে আছেন সাইড বেঞ্চে।

নিজেদের মাঠ পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হায়দরাবাদকে ছয় উইকেটে হারিয়েছেন গেইলরা। রোমঞ্চকর ম্যাচে জিতে মাঠেই উদযাপন করেছে পাঞ্জাব। কিন্তু যেই দলে গেইলের মতো রসিক খেলোয়াড় থাকেন সেই দলের উদযাপন কী এত সহজে শেষ হয়?

ম্যাচ শেষে হোটেলে প্রবেশ করেই ইউনিভার্স বস খ্যাত গেইল শুরু করেন ঐতিহ্যবাহী ভাংড়া নাচ। পাঞ্জাব অঞ্চলের লোকনৃত্য এই ভাংড়া নাচ। গেইলের এই নাচের ভিডিও মাইক্রো ব্লগিং সাইট টুইটারে প্রকাশ করেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

পাঞ্জাবও কম রসিকতা করেনি, তারা এই ভিডিওর ক্যাপশন দিয়েছে, ‘ইউনিভার্স বসের স্টাইলে একটি ভালো দিন শেষ হলো।’ কিছুদিন আগে পাঞ্জাবের কর্ণধার বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা বলেছিলেন, গেইল তার সবচেয়ে বেশী পছন্দ।

প্রীতি বলেছিলেন, ‘আমার সবচেয়ে পছন্দের ক্রিস গেইল। যে ভাবে ও চলে, যে ভাবে খেলে, দলের তরুণদের সঙ্গে যে ভাবে মেশে, ও সত্যিকারের একজন সুপারস্টার। ভীষণ বিনয়ী। সময় মেনে চলে। একই সঙ্গে মজার মানুষও।’

এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৫০ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ১৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১৮ রানে সাজঘরে ফেরেন ওপেনার ক্রিস গেইল। তার ব্যাট থেকে আসে ১৬ রান। লোকেশ রাহুল ও মৈনাক আগারওয়ালের কল্যাণে ছয় উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব। রাহুল ৭১ ও আগরাওয়াল ৫৫ রান করেন।

 

সূত্র দৈনিক আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.