218243

মেয়েদের ফুটবল নিয়ে অসাধারণ ভিডিওটি দেখেছেন?

অনলাইন সংস্করণঃ- এ মাসেই ঢাকায় বসতে যাচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশসহ ছয়টি দল অংশ নেবে এই আসরে। আসরটি সফল করতে ইতিমধ্যে নানা তৎপরতা শুরু হয়ে গেছে আয়োজকদের। যে ধারাবাহিকতায় সোমবার প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের থিম ভিডিও।

দুই মিনিটের থিম ভিডিওটি এক কথায় মুগ্ধ করবে সবাইকে। ভিডিওতে নারী জাগরণের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এসেছে দেশের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস। শুরুতে ফুটিয়ে তোলা হয়েছে দেশের প্রাকৃতিক সৌন্দর্য।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিটি কঠিন সময়ে কীভাবে প্রেরণা হিসেবে কাজ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, সেটি তুলে ধরা হয়েছে এই থিম ডিভিওতে। একই ভাবে তুলে ধরা হয়েছে কীভাবে এগিয়ে যাচ্ছে মারিয়া, সালমা সহ হার না মানা মেয়েরা সেই গল্প।

পুরো ভিডিওর ধারা বর্ণনা ও উপস্থাপনায় ছিলেন রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বাংলাদেশ নারী ফুটবল দলের তারকারা রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

বঙ্গমাতা ফুটবলে বাংলাদেশ ছাড়া অন্য পাঁচটি দল হচ্ছে- মঙ্গোলিয়া, তাজিকিস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তানের অনূর্ধ্ব-১৯ নারী জাতীয় ফুটবল দল।

দেখে নিন অসাধারণ ভিডিওটি-

https://www.facebook.com/ksportsbangladesh/videos/600405783806345/

 

সূত্র দেশ রুপান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.