218195

ইংল্যান্ড বিশ্বকাপে ফিট সাইফকে নিয়ে শঙ্কা

অনলাইন সংস্করণঃ- মোহাম্মদ সাইফউদ্দিনের ইনজুরি লুকিয়ে খেলা নিয়ে যেন জল্পনাকল্পনা কাটছেই না। চোটের কারণে বিশ্রামে থাকতে বলা হলেও ডিপিএলে ঠিকই মাঠে নামতে দেখা যাচ্ছে তাকে। এভাবে চোটটা যদি আরো বেশি ভোগায়, তাহলে বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হতে পারে শঙ্কা।

গত ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ২২ ফেব্রুয়ারি দেশে ফিরেছিলেন সাইফ। ফেরার আগেই জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস তাকে বিশ্রামে থাকতে বলেছিলেন কিছুদিন। কিন্তু পাঁচদিন পরে ২৭ ফেব্রুয়ারিই ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আবাহনী লিমিটেডের হয়ে মাঠে নামেন এই তরুণ পেস অলরাউন্ডার। ডিপিএলের মাঝেই একবার জানিয়েছিলেন ইনজুরিতে ভয় পেয়ে গিয়েছেন তিনি নিজেও। কিন্তু তারপরেও সতর্ক না হয়ে ঠিকই আবাহনীর হয়ে মাঠে নামছেন সাইফ। চোটটা আরো প্রকট হলে যেখানে বিশ্বকাপে তার খেলা নিয়ে তৈরি হতে পারে শঙ্কা।

তবে সাইফউদ্দিন নিজে বলছেন খেলার জন্য এখন ইনজেকশন নেয়ার সময় পাচ্ছেন না। ব্যাটিং-বোলিংয়ে তেমন সমস্যা হচ্ছে না। শুধু ৩০ গজের বাইরে থেকে থ্রোয়িংয়ের সময় একটু সমস্যা হচ্ছে। তাই ব্যাপারটিকে বেশি বড় করে দেখছেন না তিনি।

সাইফের ভাষায়, ‘পেস বোলারদের তো এসব সমস্যা নিয়েই খেলতে হয়। আমার এখন ব্যাটিং-বোলিংয়ে সমস্যা হচ্ছে না। শুধু লং থ্রোয়ে সমস্যা হয়। তবে এখন তো ইনজেকশন দেওয়ার মতো সময় হাতে নেই। এ নিয়েই খেলতে হবে।’

বিশ্বকাপের সামনে চোট নিয়েও সাইফের খেলার ব্যাপারে আবাহনীর কোচ খালেদ মাহমুদ অবশ্য অন্য কথা বলেন, ‘ওর সমস্যা কতটুকু সিরিয়াস, সেটা আমি জানি না। তবে আমার মনে হয় মারাত্মক কিছু নয়। এ রকম সমস্যা মিরাজেরও আছে। আমার মনে হয় না ইনজেকশন দেওয়ার দরকার আছে। ও ওয়েট ট্রেনিং করছে, জিম করছে। এগুলোতেই ঠিক হয়ে যাওয়ার কথা।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও দেবাশীষ চৌধুরী বলেন এখন যেহেতু সাইফ ক্লাবে খেলছে তাই সেখানেই তার পরিচর্যা করা হচ্ছে, ‘সাইফউদ্দিন যে ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে খেলছে, সেখানেও ফিজিও এবং মেডিকেল স্টাফ আছে। তারা নিশ্চয়ই তাকে ভালোভাবে দেখছেন, তার দিকে খেয়াল রাখছেন।’

আবাহনীর ফিজিও অবশ্য নিজেদের পক্ষেই সাফাই গাইলেন, ‘আগে ওর কনুইতে টেপ লাগিয়ে বোলিং করা লাগত। এখন টেপ লাগাতে হয় না। সমস্যা শুধু দূর থেকে থ্রো করাতে। সে জন্য আমরা ওকে ৩০ গজের ভেতর ফিল্ডিং করাই।’

 

সূত্র বিডি জার্নালঃ

পাঠকের মতামত

Comments are closed.