218036

বিশ্বকাপের আগে এই মুস্তাফিজকেই দেখতে চেয়েছিল সবাই

চার বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে ফিরে উইকেট পেতে মোস্তাফিজুর রহমানের লেগেছে ২ বল! প্রথম ওভারেই পেলেন ২ উইকেট। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে ২৩ রানে পেয়েছেন ৩ উইকেট—প্রিমিয়ার লিগে মোস্তাফিজের প্রত্যাবর্তনটা আরও ভালো হতে পারত কি না, সেই উত্তর আর জানার উপায় নেই। ৭ ওভারও পুরোপুরি বল করতে পারেননি। এর পরই বৃষ্টি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাঁর দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব গাজী গ্রুপের বিপক্ষে ডি/এল পদ্ধতিতে হেরেছে ২১ রানে।

বৃষ্টিবাধায় গাজী গ্রুপ ক্রিকেটার্স-শাইনপুকুরের ম্যাচ নেমে আসে ৪৮ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নামা শাইনপুকুর শুরুতেই পড়ে ব্যাটিং–বিপর্যয়ে। টপ অপর্ডারে সাদমান ইসলামের ৪০ আর লেজের দিকে দোলোয়ার হোসেনের ৪০ রানের ইনিংস শাইনপুকুরকে এনে দেয় ৯ উইকেটে ১৭৭ রানের স্কোর। ২৫ রানে ৪ উইকেট নিয়ে গাজী গ্রুপের সফলতম বোলার সানজিত সাহা।

১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মোস্তাফিজের বোলিং–তোপের পড়ে গাজী গ্রুপ। প্রথম ওভারেই বাঁহাতি পেসার তুলে নেন ২ উইকেট। অবশ্য তাঁর তৃতীয় শিকার মেহেদি হাসানের উইকেট নিয়ে অসন্তুষ্ট আছে গাজী গ্রুপের। শাইনপুকুর ২১.৫ ওভারে ৪ উইকেটে ১০৬ রান তোলার পর আবারও বৃষ্টিবাগড়া। পরে আর খেলা না হলে বৃষ্টি আইনে ২১ রানের জয় পায় গাজী গ্রুপ। শামসুর রহমান অপরাজিত ছিলেন ৫৩ রানে।

৬.৫ ওভারে ২৩ রানে ৩ উইকেট, ১ মেডেন—মেঘের গুড়াম-গুড়ুসের আগে ভালোই গর্জেছিল মোস্তাফিজের বোলিং।

বিকেএসপিতে প্রাইম ব্যাংককে ডি/এল পদ্ধতিতে ১৩৩ রানে হারিয়েছে মোহামেডান। রকিবুলের সেঞ্চুরিতে মোহামেডান ৯ উইকেটে করে ২৯৬ রান। বৃষ্টি আইনে ৩৯.১ ওভারে ২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রাইম ব্যাংক করতে পারে ৯ উইকেটে ১৫০। সোহাগ গাজী নিয়েছেন ৪ উইকেট। অন্যদিকে বৃষ্টি আইনে বৃথা গেছে ব্রাদার্সের ফজলে রাব্বীর সেঞ্চুরি। ফজলের সেঞ্চুরিতে খেলাঘরের বিপক্ষে ৬ উইকেটে ২৭৬ রান করেছিল ব্রাদার্স। ডি/এল পদ্ধিতে খেলাঘরের লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ৭৩ রান, যেটি তারা পেরিয়ে যায় ৯ উইকেট হাত রেখে। প্রথম আলো

পাঠকের মতামত

Comments are closed.