206673

দারিদ্র ভারত-পাকিস্তানের মূল সমস্যা,যুদ্ধ না করে সে’দিকে মন দেওয়া দরকার :মনমোহন সিং

পুলওয়ামা হামলার ১২ দিন পরেই পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা । আজও আকাশে ভারত বনাম পাক যুদ্ধে সরগরম গোটা দেশ। উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিল কেন্দ্র। সীমান্তে মোতায়েন সেনাদের সবরকমভাবে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং । যদিও বিরোধী দলের বৈঠকে আবারও জাতীয় সুরক্ষার নামে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে । রাহুল গান্ধি, রণদীপ সিং সুরজেওয়ালার পর এবার এই বিষয় নিয়ে সরব হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

ভারত ও পাকিস্তান-দুই দেশের মূল সমস্যা হল দারিদ্র ও দারিদ্রের কারণে জর্জরিত দুই দেশেরই লক্ষাধিক নাগরিক । যুদ্ধ নিয়ে দুই দেশের নেতৃত্বের যে চিন্তাভাবনা, একই ভাবে দারিদ্রদূরীকরণের মত সমস্যা নিয়ে দুই দেশের শাসকরা চিন্তা করলে ফের আর্থিক অগ্রগতির পথে এগিয়ে যাবে ভারত ও পাকিস্তান, প্রতিক্রিয়া মনমোহন সিংয়ের।

পাঠকের মতামত

Comments are closed.