206679

নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় রাজি ইমরান!

অনলাইন সংস্করণঃ- সম্প্রতি পাক-ভারতের উত্তেজনায় পাল্টাপাল্টি হামলায় অবসান ঘটতে চলেছে। দু’দেশের শান্তির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সংঘাতের পথে নয় বরং শান্তিই আমাদের কাম্য।

এদিকে পাকিস্তানে আটক হওয়া বায়ুসেনার উইং কমান্ডার অভিন্দন বর্তমানকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আলোচনাতেও তাদের আপত্তি নেই জানালেন, পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

পাকিস্তানের জিও টিভিকে দেওয়া সাক্ষাত্কারে ইমরান খান বলেন, ভারতের সঙ্গে সংঘাত বাড়ানোর অভিপ্রায় নেই তাঁদের। তাই নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন ইমরান খান।

অন্যদিকে ভারত সুত্রে জানা গেছে, অভিনন্দনকে ফেরাতে ভারত কোনওরকম আপসে যাবে না নয়াদিল্লি। নিঃশর্তে অভিনন্দনকে ফেরানোর দাবিই জানাবে তারা।

সূত্র বিডিভিউঃ

পাঠকের মতামত

Comments are closed.