200148

পাঁচ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দৃষ্টিতে শিক্ষায় জনসম্পৃক্ত বড় সমস্যা মোটাদাগে পাঁচটি। এগুলো হচ্ছে-পাঠ্যপুস্তকের কারিকুলাম, প্রশ্নফাঁস, শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ আদায়, কোচিং বাণিজ্য এবং শিক্ষা প্রশাসন কার্যকর।  সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের বিভিন্ন উইং প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি চিহ্নিত সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।

এ সময় তার পাশে মাদ্রাসা ও কারিগরি বিভাগের উপমন্ত্রী মহিবুর হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

Comments are closed.