182533

এখনও রমরমা আমিরাতের ফুটপাত বাজার

সজল সরকার: বিশ্বের সেরা শপিং মলগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের শপিং মল বিখ্যাত। খুব স্বল্প সময়ে শপিং মলের উন্নতিতে আরব আমিরাতের জুড়ি নাই, তবে ধনী এ দেশটির এত চোখ ধাঁধানো শপিং মল থাকলেও ফুটপাত বাজারের ব্যবসা কিন্তু এখনও রমরমা। বিলাসী শপিং মলের ‘একদর’ দোকানের তুলনায় দাম-দর করতে পারা ফুটপাতের দোকানেও ক্রেতার কমতি নেই। ফুটপাত বাজার বিলুপ্ত না হয়ে বরং আরও উন্নতি হচ্ছে এখানে। অনেক দূর্লভ জিনিসও মিলছে এ বাজারে। দর কষাকষির পর অনেক সস্তা দিয়েও প্রয়োজনীয় পণ্য নিতে পারেন ক্রেতারা।

আরব যাযাবর বেদুঈনরা বাজার নিয়ে বসত শুধু ব্যবসার জন্যই নয় বরং নানান জনের সঙ্গে নিজেদের ভাব বাড়ানো ও খবর আদান প্রদান ছিল তাদের নেশা। নিজের সংস্কৃতি ও কৃষ্টি সমৃদ্ধ বিভিন্ন পণ্য বিক্রি করে নিজেদের সংস্কৃতি সম্পর্কে লোকজনদের জানান দিত তারা। সেই বেদুইনদের বাজারই এখনও সংযুক্ত আরব আমিরাতের ফুটপাতের বাজারে টিকে আছে।

আরব আমিরাতের মত ধনী দেশের বিভিন্ন শহরের আশেপাশে এরকম খোলা বাজার উন্নতি করার পিছনের কারণ হলো পন্যের বৈচিত্রতা। একজন ক্রেতা শপিং মলে গিয়ে নানান ধরণের পণ্য পেলেও কিন্তু একটি উঁঠ কিনতে পারবে না। জেবেল হাফিত শহরের পূর্বে শুধু উঁঠ বিক্রির জন্য খোলা বাজারই বসে।
সংযুক্ত আরব আমিরাতের মূল শহরের আশেপাশের খোলা বাজার দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে। হাজার পর্বতের পাশে মাসাফি গ্রামে একটি বাজার শুধুমাত্র শুক্রবারে বসতো কিন্তু ক্রেতার ব্যাপক চাহিদার ফলে এখন খোলা বাজারটি প্রতিদিনই বসে। বিলাসবহুল শপিং মলের তুলনায় খোলা বাজার ধুলায় ভরা হয়ে থাকে এবং গরমে জনসমুদ্রের মধ্যে হইচইও বেশি তারপরও এ খোলা বাজার পুরোনো দিনকেই মনে করিয়ে দেয়।

সূত্রঃ খালজ টাইমস

পাঠকের মতামত

Comments are closed.