182257

হাসপাতালে নবজাতককে কামড়ালো ইঁদুর!

নূসরাত জাহান: হাসপাতালে মানুষের দুর্ভোগে শেষ নেই। সরকারি হলে তো কথাই নেই। ডাক্তার থাকে না, নার্স থাকে না, বেড পাওয়া যায় না, ওষুধ নেই, খাবার নেই। কতই না সমস্যা। তারপরও বাধ্য হয়ে সেখানে যেতে হয়। কারণ সবার পক্ষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো সম্ভব নয়। তাই বলে ইঁদুরের উৎপাত হাসপাতালে! সেটা কি মেনে নেওয়া যায়। উৎপাত বলে কথা, ইঁদুর এক নবজাতককে কামড় দিয়েছে। মধ্য প্রদেশের শিভপুরি জেলার একটি সরকারি হাসপাতালে বেড না পেয়ে হাসপাতালের মেঝেতে শুয়ে ছিল ওই মা ও শিশু। তখনই এ ঘটনা ঘটে।

রাজ্যের কামহারাউয়া গ্রামের সন্তান সম্ভাবা সুনিতাকে ১৪ মে জেলা হাসপাতালে ডেলিভারি ওয়ার্ডে ভর্তি করা হয়। একটি কন্যা সন্তান জন্ম দেন তিনি। হাসপাতালে বেড না থাকায় বাচ্চাসহ সুনিতাকে মেঝেতে রাখা হয়। ১৫ মে রাতে নবজাতকের হাতের একটি আঙুল থেকে রক্ত পড়তে দেখেন মা। এসময়ই পাশ দিয়ে সুনিতা একটি ইঁদুর দৌঁড়ে যেতে দেখে। তার বুঝতে বাকি থাকে না ইঁদুরই বাচ্চাটিকে কামড় দিয়েছে।

হাসপাতালের মেডিক্যাল অফিসার এসএস গুজ্জার শিশুটির হাতে কামড়ের কথা স্বীকার করেছে। তবে তাকে ইঁদুর কামড়েছে কিনা সেটা তিনি নিশ্চিত নন। এ ঘটনার পর বাচ্চাটিকে ইনজেকশন দেওয়া হয়ছে। সে এখন সুস্থ আছে।

সূত্র: খালিজ টাইমস।

পাঠকের মতামত

Comments are closed.