182058

সবচেয়ে ছোট স্যাটেলাইট

সজল সরকার: মাত্র ৬৪ গ্রাম ওজনের স্যাটেলাইট তৈরী করে তাক লাগিয়ে দিয়েছে ১৮ বছর বয়সী ভারতীয় তরুণ রিফাত শারুক। নাসার উদ্যোগে স্যাটেলাইট তৈরীর এ প্রতিযোগিতায় জয়ী হয়েছে ছোট্ট এ স্যাটেলাইট এবং এখন পর্যন্ত এ স্যাটেলাইটটিই বিশ্বের সবচেয়ে ছোট স্যাটেলাইট হিসাবে রেকর্ডে জায়গা করে নিয়েছে। আগামী জুন মাসে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা এক অর্বিটে এ স্যাটেলাইট বসিয়ে পরীক্ষামূলক উক্ষেপন করবে। নির্মাতা রিফাতও সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমার বানানো স্যাটেলাইটটি আগামী জুন মাসে ৪ ঘন্টার জন্য পরীক্ষামূলকভাবে উড়বে এবং মধ্যাকর্ষণ শক্তি বলয়ে ১২ মিনিট প্রদক্ষিন করবে।’ ভারতের তামিল নাডু শহরের রিফাত তার ছোট্ট স্যাটেলাইটের নাম সাবেক প্রেসিডেন্ট ও পরমানু বিজ্ঞানী আব্দুল কালামের নামানুসারে ‘কালামস্যাট’ নামকরণ করেছেন। ১৫ বছর বয়সে রিফাত হিলিয়াম আবহাওয়া বেলুন তৈরী করে জাতীয় বিজ্ঞান মেলায় পুরস্কার জেতেন।
সূত্রঃ বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.