182061

শরণার্থী থেকে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন

মোফাজ্জল হোসেন : শ্রীলঙ্কায় চলমান গৃহযুদ্ধের হাত থেকে প্রাণ বাঁচাতে, তাদের বেশিরভাগই এ বছর পাড়ি জমায় অস্ট্রেলিয়ায়। অনেকটা নিরুপায় হয়েই তাদের সমুদ্র পাড়ি দিতে হয়েছে নৌকায়। অস্ট্রেলিয়ার জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অপরাধে অনেকদিন থাকতে হয়েছে ডিটেনশন ক্যাম্পে। সেখানে এই দলের কেউ কাউকে চিনত না। এই ডিটেনশন ক্যাম্পেই গড়ে উঠে বিশেষ একটি দল।

প্রাণের ভয়ে নিজ দেশ থেকে পালিয়ে আসা একদল তামিল শরণার্থী যুবক অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে যোগ করেছে নতুন এক অধ্যায়। জিতে নিয়েছে ‘লাস্ট ম্যান স্ট্যান্ড’ ক্রিকেট প্রতিযোগিতার জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৩২ টি দল। নিয়ম অনুযায়ী তামিল শরণার্থীদের এই দলটিই ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া ‘লাস্ট ম্যান স্ট্যান্ড’ আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করবে। তাদের দলের নাম “ওশন টুয়েলভ”।

তাদের নজরকাড়া পারফর্মেন্সের কারণে বিভিন্ন সময় তারা হয়েছেন সংবাদের শিরোনাম। এমনকি সংসদেও আলোচনা হয়েছে তাদের নিয়ে। উন্নত বিশ্বে যেখানে শরণার্থী বিরোধী মনোভাব বাড়ছে, সেখানে ওশন টুয়েলভ বাস্তুহারা শরণার্থীদের মনে আশা জাগিয়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে। এই দল গড়ে তোলার পেছনে বড় অবদান রাখেন ‘ব্লু মাউন্টেইন্স রিফিউজি সাপোর্ট গ্রুপ’ এ কর্মরত নোয়েলিন ন্যাগল।

কিন্তু প্রশ্ন উঠেছে, “ওশন টুয়েলভ” আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ খেলতে আদৌ দক্ষিণ আফ্রিকায় যেতে পারবে কি না? এই দলের অধিকাংশ খেলোয়াড় বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ব্রিজিং ভিসা নামক অস্থায়ী ভিসার ভিত্তিতে। এই ভিসার শর্ত অনুযায়ী, তারা কোন পেশাভিত্তিক কাজে নিয়োজিত হতে পারবে না এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিও হতে পারবে না। এমনকি একবার যদি অস্ট্রেলিয়ার বাইরে অন্য কোন দেশে ভ্রমণে যায়, তাহলে আর অস্ট্রেলিয়ায় ফেরত আসতে পারবে না। তবে আশার কথা হল, ওশন টুয়েলভ এর অধিনায়কসহ আরও কয়েকজন খেলোয়াড়কে হিউম্যানিটারিয়ান প্রটেকশন ভিসা দেয়া হয়েছে। যার ফলে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার ক্ষেত্রে তাদের আইনগত বাধা নেই। কিন্তু অধিকাংশ খেলোয়াড় এখনো সে সুযোগ পায়নি। অস্ট্রেলিয়ার সংসদে বাকি খেলোয়াড়দের ভিসা সংক্রান্ত ইস্যুটি এখনো আলোচনাধীন রয়েছে। যদিও ব্যাপারটি এখনো পুরোপুরি অনিশ্চিত, তবুও মানবাধিকার কর্মী এবং ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, ওশন টুয়েলভ এর প্রত্যেকটি খেলোয়াড় যেন দক্ষিণ আফ্রিকায় লাস্ট ম্যান স্ট্যান্ড আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারে।

পাঠকের মতামত

Comments are closed.