181382

জম্মু-কাশ্মিরে পাকিস্তানি টিভি চ্যানেল নিষিদ্ধ

সজল সরকার: ভারতশাষিত জম্মু ও কাশ্মিরে পাকিস্তানি ও সৌদি আরবের টিভি চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক সহিংসতা বৃদ্ধির আশংকায় এসব টিভি চ্যানেলের প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে। গত মাসের শেষের দিকে জম্মু-কাশ্মিরে সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। গত কয়েক মাসে এ এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটেছে এবং রাজ্য সরকার নির্বাচনের সহিংসতার পর মিডিয়ার ওপর চাপও বেড়েছে। জম্মু-কাশ্মিরে অস্থিরতা সৃষ্টির জন্য ভারত সব সময় পাকিস্তানকে দায়ী করে। ইতোমধ্যেই স্থানীয় কয়েকটি সংবাদপত্রের ওপরও নিষেধাজ্ঞা এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে উস্কানিমূলক অনুষ্ঠান প্রচারের আশংকায় পাকিস্তান ও সৌদি আরবের মোট ৩৪ টি চ্যানেল প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত টিভি চ্যানেলের মধ্যে নুর টিভি, কারবালা টিভি, জিও নিউজ, জিও তেজ, এক্সপ্রেস নিউজ, আব তাক নিউজ, পিচ টিভি (ইংরেজি ও উর্দু), সৌদি আল-সুন্না, সৌদি আল-কোরআন অন্যতম।

সূত্রঃ ডন

পাঠকের মতামত

Comments are closed.