181379

কী কী কারণে শিশু প্রতিবন্ধী হতে পারে

গাজী খায়রুল আলম:

১। জন্মের পর পর শিশু কান্না না করলে। জন্মের সময় শিশুর অবস্থান উল্টা থাকলে।
২। জন্মের সময় শিশু মাথায় আঘাত পেলে। জন্ডিস হলে।
৩। দীর্ঘ সময় মা প্রসব বেদনায় ভুগলে। শিশুর হঠাৎ জ্বর এবং খিঁচুনি হলে।
৪। মাথা স্বাভাবিকের চেয়ে বড় বা ছোট হলে, মাথায় টিউমার বা অন্য কোনো রোগ হলে।
৫। শিশুর জন্মের আগে ও পরে মায়ের খিঁচুনি হলে, শিশু অবস্থায় পোলিও হলে।
৬। গর্ভকালীন মায়ের যে কোন ধরনের বড় কোন সমস্যা-উচ্চ রক্তচাপ, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া।
উপরক্ত সকল রোগ বা ঘটনার শেষ অবস্থান হচ্ছে Cerebral palsy বা মস্তিষ্কে পক্ষাঘাত।

পাঠকের মতামত

Comments are closed.