181385

মদ্যপানের কথা স্বীকার করলেন বিক্রম

সনিকা চৌহান মৃত্যুর তদন্তে হাজিরা দেওয়ার নোটিশের মেয়াদ ফুরোনোর আগেই মঙ্গলবার রাতে টালিগঞ্জ থানায় যান অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেখানেই তিনি স্বীকার করেন যে দুর্ঘটনার আগে তিনি পার্টিতে মদ্যপান করেছিলেন।

গত ৩০ এপ্রিল ভোররাতে সড়ক দুর্ঘটনায় মারা যান সুপারমডেল সনিকা চৌহান। যে গাড়িতে তিনি সওয়ার ছিলেন, সেই গাড়িটি চালাচ্ছিলেন তাঁর বন্ধু, বিক্রম চট্টোপাধ্যায়। দুর্ঘটনার পরেই টানা পাঁচদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পাঁচদিন পরে হাসপাতাল থেকে বেরিয়ে গত ৫ এপ্রিল একটি সাংবাদিক বৈঠক করেন বিক্রম। সেখানেই তিনি জানান যে তাঁর সম্পর্কে যে কথাগুলি বলা হচ্ছে, যে তিনি মদ্যপ ছিলেন বা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন, তার একটিও সত্য নয়।

প্রকারান্তরে তার অর্থ দাঁড়ায় যে তিনি মদ্যপ ছিলেন না। তার পরেই ফাঁস হয়ে যায় একটি ভিডিও ফুটেজ, যেখানে দেখা যায় বিক্রম পার্টিতে রঙীন পানীয়ের গ্লাস হাতে নিয়ে আছেন। এক প্রত্যক্ষদর্শী তাঁর বয়ানে বলেন যে তিনি বিক্রমকে মদ্যপান করতে দেখেছেন এবং প্রায় চারবার গ্লাস পরিবর্তন করতেও দেখেছেন তিনি। বিক্রম-সনিকার সঙ্গে পার্টিতে উপস্থিত সেই প্রত্যক্ষদর্শী এও প্রশ্ন তোলেন যে বিক্রম কেন সত্যি কথাটা বলছেন না।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার টালিগঞ্জ থানায় গিয়ে বিক্রম পুলিশকে জানিয়েছেন যে তিনি মদ্যপান করেছিলেন ঠিকই কিন্তু মদ খাওয়ার পরে ‘মত্ত’ অবস্থায় ছিলেন না। ইংরেজি ‘ড্রাঙ্ক’ শব্দের অর্থ মাত্রাতিরিক্ত মদ্যপানের পরে বিশেষ শারীরিক ও মানসিক অবস্থা। তেমন অবস্থাকে বাংলায় বলা হয় ‘মত্ত’ অবস্থা। কিন্তু মদ্যপান মাত্রার মধ্যে থাকলে সেই ব্যক্তিকে ‘ড্রাঙ্ক’ বা ‘মত্ত’ বলা যায় না। তবে তিনি যে মদ্যপান করেছেন সেটা অসত্য নয়। একই সূত্রের খবর, বিক্রমের বলেছেন, তিনি মদ্যপান করলেও হুঁশ হারাননি অর্থাৎ ‘ড্রাঙ্ক’ ছিলেন না এবং সেই কারণেই তিনি গাড়ি চালানোর সিদ্ধান্ত নেন।

ইতিমধ্যেই বিক্রমের রক্তের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। সেই পরীক্ষার ফলাফল এলে জানা যাবে দুর্ঘটনার সময় তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা কতটা ছিল। একটি বিশেষ মাত্রার উপরে গেলে বিক্রমকে ‘মত্ত’ বলা হবে আইনের ভাষায়। কিন্তু অভিযোগ উঠেছে যে, সেই রক্তের নমুনা সংগ্রহেও দেরি করেছে পুলিশ। ফলে নমুনার ফলাফল ঠিক আসবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তবে মদের মাত্রা যাই হোক না কেন, বিক্রম যে দুর্ঘটনার দিন রাতে মদ্যপান করেছিলেন সেই নিয়ে আর সংশয় নেই বলেই পুলিশ সূত্রের খবর।

পাঠকের মতামত

Comments are closed.