181376

নামাযে মিলেমিলে দাঁড়ানো সুন্নত

গাজী খায়রুল আলম: অতি সাম্প্রতিক একটি ঘটনা। একজন উযুর্গ তাঁর সঙ্গের মুসল্লিকে মিলেমিশে দাঁড়ানোর উৎসাহ দেন এবং নিজে পাশের মুসল্লির সঙ্গে মিশে দাঁড়ান। মনজিদটি ছিল মোজাইক করা এবং কাঁচের টুকরো দ্বারা রেখা খচিত জায়নামায আকৃতির বক্সে সুসজ্জিত। পাশের মুসল্লি বলে উঠল, আপনি এদিকে আসছেন কেন? আপনি আপনার বক্সে ভেতর থাকুন। এটা যদি মিলেমিশে দাঁড়ানো সুন্নত-একথা না জানার কারণে অথবা কোন ওযর ছাড়াই শুধু স্বভাবগত ভালো না লাগার কারণে ( যা শরীয়তে ধর্তব্য নয়) মিলেমিশে দাঁড়ানো থেকে বাঁচার উপায় হিসাবে বলে থাকে, তাহলে এ ব্যাপারে মন্তব্য করা অনর্থক। আর বাস্তবে যদি সে এই মনে করে যে, ফ্লোর , কার্পেট বা চাটাইয়ে যে বক্স বা পৃথক জায়নামাযের আকৃতি করা থাকে তা মাসআলার দৃষ্টিতেও এক একজন মুসল্লির জন্য নির্ধারিত, তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। কাতরে দাঁড়ানোর সুন্নত তরিকা হচ্ছে ধারণা। কাতারে দাঁড়ানোর সুন্নত তরিকা হচ্ছে পরস্পরে মিলেমিশে দাঁড়ানো। কাতারের মাঝে জায়গা খালি রাখা সুন্নত পরিপন্থী কাজ এবং খুবই গর্হিত আচরণ।

পাঠকের মতামত

Comments are closed.