178552

ভোট দিতে চায় না কাশ্মিরের ভোটাররা

সজল সরকার: উত্তেজনায় ভরপুর কাশ্মিরে সম্প্রতি ভোট অনুষ্ঠিত হলেও অধিকাংশ ভোট কেন্দ্রগুলো ভোটারবিহীন। প্রথম দফা ভোটে ৮ জন নিহত ও একশ’র বেশি লোক আহত হওয়ার পর গত বৃহস্পতিবার আবারও কর্তৃপক্ষ কড়া নিরাপত্তার মাধ্যমে ভোটের আয়োজন করেছিল। তবে কড়া নিরাপত্তার মধ্যে ভোটের অনুষ্ঠানে ভোটকেন্দ্র ছিল ভোটারবিহীন। বিবিসি’র দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা জাস্টিন রোলাত প্রায় ৬ ঘন্টা পর কাশ্মিরের একটি ভোট কেন্দ্রে গিয়ে দেখেন তিনজন কর্মকর্তা বসে আছেন। অবস্থা জানতে চাইলে বিরক্ত হয়ে তারা বলেন, ‘আমরা তো বসে বসে ডিম তা দিচ্ছি। সরকার চাইছে যেন কোন ঝামেলা ছাড়াই ভোট সম্পন্ন হয়, তাই আজকে এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যে কোন ভোটারই কেন্দ্রে আসেনি।’

গত সপ্তাহের শুরুতে ভোট শুরু হলে বিদ্রোহীরা প্রত্যেকটি কেন্দ্রেই হামলা চালায় এবং বালট ছিনতাই করে নিয়ে যায়। কাশ্মির পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সেনা অবস্থানরত এলাকা। ভোটের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোড়ালো যে প্রত্যেক ৩ জন ভোটারের জন্য একজন সেনা মোতায়েন করা আছে। ভোটকেন্দ্রের সব কর্মকর্তারাই অপেক্ষা করছিলেন ভোটারের জন্য কিন্তু কোন ভোটার না আসায় খুব বেকার বসে থাকতে হয়েছে সবার। তবে নিরাপত্তা দেওয়ার অর্থ কী- প্রশ্নের উত্তরে অবশ্য নির্বাচন কর্মকর্তা তেমন কোন উত্তর দিতে পারেন নি। তারা বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারলে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে।’

কাশ্মিরে শেষ পর্যন্ত ভোট পড়ে ৭ শতাংশ। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায় কাশ্মিরের অধিকাংশ জনগণ তাদের স্বাধীনতার জন্য মরিয়া, যেহেতু সব রাজনৈতিক নেতা একইভাবে রাজ্য পরিচালনা করবেন, সুতরাং ভোট দিয়ে আর লাভ কী?

সূত্রঃ বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.