178246

৯০ দশকের হয়েও এখনো রাজত্ব করছেন

নূসরাত জাহান: নব্বই দশকে বলিউডে পা রাখা অনেক তারাকা এখনো রাজত্ব করছেন। অভিনয় তো বটেই, চেহারায়ও পড়েনি বয়সের ছাপ। এখনো সিনেমা জগত কাপিয়ে বেড়াচ্ছেন তারা। এ প্রজন্মের অনেক নায়কের থেকেও তারা ফিট।

১. আকর্ষণীয় চেহারা না থাকায় অক্ষয় কুমার তার সময়কার নায়কদের তুলনায় অনেকটা পিছিয়ে ছিলেন। তবে নিজ গুণ আর অধ্যাবসায়ের কারণে এখন বলিউডে শক্ত আসন করে নিয়েছেন। তার সময়কার নায়কদের চেহারায় বয়সের ছাপ পড়ে গেছে। তবে নিয়মতান্ত্রিক জীবন যাপনের কারণে তার চেহারায় বয়সের ছাপ পড়েনি।

২. নব্বই দশকের নারী দর্শকদের কাছে বিশেষ স্থান ছিল তার। তিনি হলেন ‘জাগ্গু দাদা’ বা জ্যাকি স্রফ। ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বের কারণে সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে এসেছিলেন তিনি। নিয়মতান্ত্রিক জীবনের কারণে তিনিও বুড়িয়ে যাননি। জ্যাকি স্রফ এখনো অনেক আকর্ষণীয় ও ‘হট’।


৩. বলিউড থেকে হলিউড সব জায়গাতেই সমান দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বলিউডের খুব কম অভিনেতাই আছেন যিনি সফলতার সঙ্গে কাজটি করেছেন। তিনি হলেন অনিল কাপুর। অভিনয় দিয়েই তিনি তার জায়গা ধরে রাখঅর চেষ্টা করেছেন। সেটা তিনি পেরেছেন। তবে তিনি খুব সুশৃঙ্খলভাবেই তার স্টাইল, বয়স ধরে রেখেছেন এবং নিজের জায়গা ধরে রেখেছেন।

৪. ‘আইরন ম্যান’ নামেই তিনি সর্বাধিক পরিচিত। নারীরা সব সময়ই তার মতো পুরুষকে সঙ্গী হিসেবে পেতে চাইতেন। তিনি হলেন মিলিন্দ সুমন। তার ভদ্র চেহারা ও মোহিত দৃষ্টিভঙ্গি জন্য সবার বিশেষ নজর কেড়েছেন । ‘মেড ইন ইন্ডিয়া’ খ্যাত তারকা মিলিন্দ সুমনের বসয় ৫০ এর কোটায়। কিন্তু তেমন তার কোনো ছাপ পড়েনি।

৫. নারী ভক্তদের কাছে তিনি ‘বাবা’ নামেই বেশি পরিচিত ছিলেন। ভালোবেসে ভক্তরা তাকে এই নামে ডাকতো। তিনি হলেন সঞ্জয় দত্ত বা সঞ্জু বাবা। ‘ব্যাড বয়’ ইমেজের কারণে ক্যারিয়ারে তাকে বেশ সমস্যাও পড়তে হয়েছে। তবে স্টাইল আর অ্যাটিটিউডের কারণে ভক্তদের মনে থেকে বেশি দূরে যেতে পারেনিন। ৫ বছর জেলে কাটানোর পরও সঞ্জয় দত্তের চেহারর ধার মোটেও কমেনি।

৬. সুনীল শেঠির নাটকীয় পরিবর্তন রীতিমতো আলোড়ন তুলেন। অন্তত তার ইন্সট্রাগ্রামের অ্যাকাউন্টে করা কমেন্টগুরো তাই বলছে। নব্বই দশকের অন্যান্য নায়কদের মতো সুনীল আকর্ষণীয় নয়। চেহরা দিয়ে নারী ভক্তদের মধ্যে যতটা না দাগ কাটতে পেরেছেন তার চেয়ে অনেক বেশি পরিচিত ও জনপ্রিয় হয়েছেন অ্যাকশনর্ধর্মী চরিত্রের কারণে।

বলিউড তারকারা শুধু অভিনয় দিয়েই নিজেদের জায়গা এতো শক্ত করতে পারেনি। স্টাইল ও অ্যাটিটিউড দিয়ে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছেন। দর্শদের মনে জায়গা করে নিয়েছেন।

সূত্র: বোম্বে টাইমস।

পাঠকের মতামত

Comments are closed.