178243

হোয়াইট হাউসের দর্শনার্থীদের তালিকা আর প্রকাশ হবে না

নূষরাত জাহান: হোয়াইট হাউসের দর্শনার্থীদের তালিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার এমনটাই ঘোষণা এসেছে। এর আগে অবশ্য হোয়াইট হাউসে আসা দর্শনার্থীদের পরিচয় বা ভিজিটর লগ প্রকাশ করতো। মূলত ওবামা প্রশাসন থেকে কিছু আলাদা করতেই ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ভিজিটর লগ প্রকাশ করা হবে কি হবে না এ নিয়ে গত তিন মাস ধরেই নানা জল্পনা কল্পনা চলছিল। কারণ বিগত ওবামা প্রশাসনের অনেক কিছুই পরিবর্তন করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এটা নিয়েও কথা চলছিল। ওবামা তার আট বছরের শাসনামলে হোয়াউট হাউসের ভিজিটর লগের ৬০ লাখেরও বেশি নথিপত্র প্রকাশ করেছে। মার্কিন নিরাপত্তা সার্ভিস ভিজিটর লগের বিষয়টি দেখভাল করে। ভিজিটার লগে মূলত দর্শনার্থী ও হোয়াইট হাউসের কর্মীদের বৃত্তান্ত নথিভুক্ত থাকে।

হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক মাইকেল ডুবকে বলেন, ওবামার আমলের সিদ্ধান্তগুলো এখনও বহাল রাখলে তা জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য হুমকিস্বরূপ হয়ে যায়। প্রতি বছরই হাজার হাজার দর্শনার্থী হোয়াইট হাউস পরিদর্শনে আসে। ভিজিটর লগের তথ্য প্রকাশ করলে দর্শনার্থী ও হোয়াইট হাউসের কর্মীদের তথ্য ফাঁস হয়ে যাবে। এ কারণে ওবামার আমলের ওই নিয়মের বদলে ট্রাম্প প্রশাসন ফেডারেল আদালতের ওপরই আস্থা রাখছে। মানে ভিজিটর লগ বইয়ের সব তথ্য প্রেসিডেন্সিয়াল রেকর্ডে থাকবে। পাশাপাশি এটা তথ্য অধিকার আইনের আওতায়ও পড়বে না। চাইলেই কেউ তথ্য জানতে পারবে না ভিজিটর লগ বইয়ের।

হোয়াইট হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক তিন কর্মকর্তা বলেছেন, তাদের নতুন নিয়মের অনেক সমালোচনা হবে। তারা এটা মেনেও নিয়েছে। তবে নতুন নিয়মের কিছু ভালো দিকও আছে। এটা সবাইকে মনে রাখতে হবে প্রেসিডেন্ট কিছু ভেবেই সিদ্ধান্ত নেন। অহেতুক কোনো সিদ্ধান্ত তিনি নেন। কাজেই সবাইকে তার সিদ্ধান্তের ওপর আস্থা রাখতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, হোয়াইট হাউসে ভিজিটর লগবুকের তথ্য আর প্রকাশ করা হবে না। ট্রাম্পের ক্ষমতা থেকে বিদায়ের পরও অন্তত পাঁচ বছর লগ বইয়ের তথ্য সংরক্ষণ করা হবে। তবে ভিজিটর লগ বইয়ের এসব তথ্য কার কাছে থাকবে তা অবশ্য জানায়নি হোয়াইট হাউস।

ভিজিটর লগ বুকের তথ্য সংরক্ষণ করার জন্য আইনি লড়াই লড়েছে ট্রাম্প্র প্রশাসন। ওবামা প্রশাসন স্বচ্ছ প্রশাসনের আশ্বাস দিয়েছিল। তাই তো তারা অনেক কিছুই প্রকাশ করতো। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসারই জাতীয় নিরাপত্তা ইস্যু টেনে অনেক কিছুই প্রকাশ একে একে বন্ধ করে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার এ পদক্ষেপ নিল। সূত্র: টাইম।

পাঠকের মতামত

Comments are closed.