176342

কর্নাটকে নারীদের নৈশকালীন দ্বায়িত্ব পালন বন্ধ হচ্ছে

সজল সরকার: ভারতের কর্ণাটকে তথ্য প্রযুক্তি ও অন্যান্য অফিসে রাতে নারীদের দ্বায়িত্ব পালনে না দেওয়ার পরামর্শ দিয়েছে রাজ্যের আদালত। নারীদের জন্য রাতে চলাফেরা করার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ এরকম পরামর্শ দিয়েছে। সম্প্রতি রাজ্যের তরফ থেকে ৩২তম রিপোর্টে বলা হয় অধিকাংশ শহর বা উপশহরে নারীদের চলাফেরার মত পরিবেশ নেই। অধিকাংশ অফিসও রাত্রিকালীন কাজে নারীদের তুলনায় পুরুষদেরই অগ্রাধিকার দিয়ে থাকে।

রাজ্যের মহিলা ও শিশু কল্যান কমিটি বিভিন্ন অফিস ঘুরে এ রিপোর্ট তৈরী করে এবং তা রাজ্য সরকারের কাছে উপস্থাপন করা হয়। রিপোর্টে কমিটি আরও জানিয়েছে যে যেসব অফিসে নারী-পুরুষ প্রায় সমানভাবে কাজ করে সেসব অফিস কর্তৃপক্ষও মনে করে রাতে নারীদের কাজে দ্বায়িত্ব দিলে নিরাপত্তার ঝুঁকি থাকায় তারা সাধারণত পুরুষদেরই দ্বায়িত্ব দিয়ে থাকেন। রাজ্যের মহিলা ও শিশু কল্যান কমিটির প্রধান এন এ হরিস জানান, নিরাপত্তার কারণেই নারীদের সকাল ও দুপুরের সূচীতে কাজের দ্বায়িত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতে নারী ও পুরুষের কাজের সময়ের ব্যাপারে এমনিতে আইনগত কোন বাধ্যবাধকতা নেই।

রাজ্যে সরকারের এ কমিটি নারীদের নিরাপত্তা বিধানে আরও যেসব সুপারিশ করেছে তা হলোঃ

১. কারখানায় কর্মরত নারীদের জন্য আলাদা বাস সার্ভিসের ব্যবস্থা করা যেন তারা নির্বিঘেœ কর্মক্ষেত্রে আসতে পারেন।

২. নারী, শিশু ও বয়স্কদের সহায়তা করার জন্য বিনামূল্যে কল সেন্টারের ব্যবস্থা করা যেখানে ফোন করে পুলিশ বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যাবে।

৩. যেকোন সময় নারীদের নিরাপত্তা বিধানের জন্য মোবাইল অ্যাপ ‘পিঙ্ক (গোলাপী) পুলিশ অ্যাপ’টির ব্যাপকভাবে বিস্তার ঘটানো।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

পাঠকের মতামত

Comments are closed.