176338

কিছু ইন্টেরিওর টিপস

গাজী খায়রুল আলম:

১। কোন ছোট ঘরকে বড় দেখতে হলে আপনি ঠিক জানালার বিপরীত দিকে দেয়ালজোড়া আয়না লাগাতে পারেন। এতে জানালার আলো প্রতিফলিত হয়ে ঘরকে বড় দেখতে ও আলোকিত করতে সাহায্য করে।

২। ঘরের উঁচু ছাদকে নিচু দেখাতে হলে ঘরের দেওয়াল অপেক্ষা গাঢ় শেড ছবি লাগাতে পারেন।

৩। ঘরের নিচু ছাদকে উঁচু দেখাতে হলে দেওয়ালের সঙ্গে মানানসই হালকা ছবি লাগাতে পারেন।

৪। ছবির বদলে আপনি সুন্দর কারুকাজ করা কাপড়ের বড় টুকরো অথবা যে কোন ওয়াল-হ্যাঙ্গিং টাঙাতে পারেন।

৫। প্রসাধনের জন্য আয়নার উপরে আলো না লাগিয়ে আয়নার ঠিক দুপাশে আলো লাগান, তাহলে মুখে সমানভাবে আলো পড়বে।

৬। খাবার টেবিলে চৌকো এবং গোল ছাড়াও ডিম্বাকৃতি বা কোণাযুক্ত তৈরি করতে পারেন, এতে একঘেঁয়েমির হাত থেকে রেহাই পাবেন।

৭। এমনভাবে আসবাবপত্র তৈরি করা উচিত যাতে প্রতিটি আসবাবপত্রের মধ্যে যথেষ্ট পরিমাণ স্টোরেজ স্পেস থাকে।

৮। রান্নাঘরে রান্নার জিনিসপত্র ছাড়াও দেওয়ালে একটি ঘড়ি টাঙাতে ভুলবেন না। কারণ রান্নার আধুনিক সরঞ্জামে রান্না করা মানে, সঠিক সময় দেখাটা খুব গুরুত্কপূর্ণ।

পাঠকের মতামত

Comments are closed.