176085

জুতা মারায় নিষিদ্ধ ভারতীয় এমপি!

নূসরাত জাহান: ভারতীয় এমপিরা মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসেন। কখনও পার্লামেন্টে বসে পর্নো সিনেমা দেখার কারণে, কখনও বা অশালীণ আচরণের কারণে আবার কখনো বা মারামারি করার জন্য। এবারও সংবাদ শিরোনাম হয়েছেন ভারতের এক এমপি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি বিমানের এক কর্মীকে জুতাপেটা করেছেন। আর এ কারণে দেশটির পাঁচটি এয়ারলাইন্স ওই এমপিকে বর্জনের ঘোষণা দিয়েছে।

এমপি রাভিন্দ্র গায়কোয়াদ পুনে থেকে দিল্লিতে যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বিজনেস ক্লাসে আসন চেয়েছিলেন। তাকে বলা হয় যে ওই ফ্লাইটে সবই ইকোনমি ক্লাসের। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি ওই কর্মীকে স্যান্ডেল দিয়ে মারতে শুরু করেন।এমপি গায়কোয়াদ অবশ্য নিজে মারার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, বিজনেস ক্লাসে আসন না পাওয়ায় স্যান্ডেল দিয়ে বিমানের এক কর্মী অন্তত ‘২৫ বার মেরেছেন’ বলে তিনি নিজেই স্বীকার করেছেন। বলেন, বিমানের ওই কর্মীর ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণের’ জন্য তিনি তাকে মেরেছেন।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এমপি গায়কোয়াদকে ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইন্সের সব কটি ফ্লাইটেই নিষিদ্ধ করা হয়েছে। এই ফেডারেশনের সদেস্য এয়ারলাইন্সের মধ্যে আছে, ইন্ডিগো, গো এয়ার, স্পাইস জেট ও জেট এয়ারওয়েজ।ভারতে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে এই পাঁচটি এয়ারলাইন্স বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব এয়ারলাইন্স এমপি গায়কোয়াদকে বর্জনের ঘোষণা দিয়েছে।

ফেডারেশনের পক্ষ জানিয়েছেন, ওই এমপির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা দেওয়ার দাবি জানানো হয়েছে। তারা বলেছে, ‘আমরা মনে করি আমাদের কোনো একজন কর্মীকে আঘাত করা মানে আমাদের সবার ওপর আঘাত করা।’এমন বিতর্কিক কাজের পরও মোটেও লজ্জিত নন এমপি। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি বিজেপির নই, শিবসেনার এমপি। কোন ধরনের অপমান আমি সহ্য করবো না। ওই কর্মী অভিযোগ করুক। আমিও স্পিকার ও অন্যান্য জায়গায় অভিযোগ করবো।’

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এমপি গায়কোয়াদ। এরপরও এমপি বলেছেন, তিনি কোনো ভুল করেননি, তিনি ওই কর্মীর কাছে মাফ চাইবেন না।
ভারতের কেন্দ্রীয় বিমানমন্ত্রী অশোক গণপতি বলেছেন, ‘কোনো নাগরিকই এমন অশোভন আচরণ করতে পারেন না। তা তিনি এমপি হন বা তার থেকে বড় কেউ হন। শারীরিকভাবে লাঞ্ছিত করা গ্রহণযোগ্য নয়।’
গত বছর অন্ধ্র প্রদেশের এক বিমানবন্দরে আরেক এমপি একটি এয়ারলাইনের কর্মকর্তাকে চড় মারার অভিযোগ ওঠায় গ্রেফতার করা হয়েছিল।

সূত্র: বিবিসি।

পাঠকের মতামত

Comments are closed.