175916

ট্রাম্পের পর ইভানকার নামেও মামলা

নূসরাত জাহান: সান ফ্রান্সিসকোর এক বুটিক মালিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। ওই ব্যবসায়ী অভিযোগ, প্রেসিডেন্ট কন্যা হওয়ার সুবাদে ইভানকা অবৈধভাবে নানা সুযোগ নিচ্ছেন। তিনি অসম প্রতিযোগিতায় নেমেছেন। প্রেসিডেন্টের নাম করে ইভানকা তার ব্যবসার প্রচার চালাচ্ছের।

মর্ডান অ্যাপেলিং ক্লথিং নামের স্যান ফ্রান্সিকোর ওই বুটিক মালিক গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সর্বোচ্চ আদালতে মামলা করেছেন ইভানকার মার্কস এলএলসি নামে। মামলার এজাহারে বলা হয়েছে, নির্বাচনি প্রচারের সময় থেকে ইভানকার তার কোম্পানিতে উৎপাদিতে পণ্য বিক্রি করতে ট্রাম্পের নাম ভাঙাচ্ছেন। যেহেতু তাদের হাতে ক্ষমতা আছে তাই তারা এর অপব্যবহার করছেন। তবে ইভানকার কোম্পানি এ বিষয়ে মন্তব্য করেত রাজি হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভানকা হোয়াইট হাউসে তার কাজের পরিসর ক্রমেই বিস্তার ঘটাচ্ছে। এ সময়ই ইভানকার নামে মামলা করা হলো। যদিও ইভানকার বেতন ছাড়াই ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এরই মধ্যে হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে নিজের জন্য একটি অফিস বাগিয়ে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট কন্যা যিনি তার বাবাকে সাহায্য করার কাজ করবেন। বিশষ করে নারী সংক্রান্ত ইস্যুতেই তার কাজ করার বেশি আগ্রহ। তবে ইভানকার আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন ওয়াশিংটনের জেমি জরলিক।

হোয়াইট হাউসের কর্মকর্তা জানিয়েছেন, ইভানকা ফেডারেল সরকারের কোনো কর্মী নন। ফেডারেল সরকারের নীতি অনুযায়ী তিনি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন। প্রেস সেক্রেটারি সিয়ান স্পাইসার বলেছেন, নৈতিক আচরণ নিয়ে ইভানকা কাজ করছেন। এ বিষয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি যদিও ফেডারেল সরকারের কর্মী নন। তারপরও তিনি সব নিয়ম মেনেই কাজ করছেন।

ইভানকা নিজেই তার ব্যবসা প্রতিষ্ঠানের দেখভাল করেন। এ কোম্পানিরর সঙ্গে দেশি ও বিদেশি অনেক কোম্পানির চুক্তিও রয়েছে। দেশি বা বিদেশি কোম্পানির সঙ্গে কোনো ব্যবসায়িক চুক্তি করার আগে ইভানকা নিজে বিষয়টি তদারকি করেন।
নির্বাচনের পর ইভানকার কোম্পানি তাদের একটি ব্রেসলেট নিয়ে কোম্পানির প্রচার চালাচ্ছে। ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইভানকার কোম্পানির নিয়ে টুইট করেছিলেন। কারণ ওই সময় ইভানকার কোম্পানির দ্রব্যাদির জিনিসপত্র বিক্রি-বাট্টা কমে গিয়েছিল। তবে প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কোনো একটি বিষয়ে বিশেষ করে ব্যবসায়িত বিষয়ে এভাবে প্রচার চালানোর নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন ট্রাম্প।

ট্রাম্পের নামে করে এভাবে প্রচার চালানোয় ইভানকার বিরুদ্ধে অভিযোগ করেছে মর্ডান অ্যাপেলিং ক্লথিং। তাদের অভিযোগ, ইভানকা ক্ষমতার অপ্রব্যবহার করে তার কোম্পানির প্রচার চালাচ্ছে। মাস খানেক আগে ট্রাম্পের বিরেএদ্ধরও একই ধরনের একটি মামলা হয়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

পাঠকের মতামত

Comments are closed.