175913

চীনের প্রকল্পে জাতিসংঘের অনুমোদন, উদ্বেগে ভারত

নূসরাত জাহান: পাকিস্তানের গোয়াদরে আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবন নির্মাণের কাজ প্রায় শেষ। চীন ও পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক করিডোর (সিপিইসি) এই বিমানবন্দর নির্মাণের কাজ করছে। এ প্রকল্প নিয়ে ভারতের আপত্তি রয়েছে। তারা এ প্রকল্পকে তাদের সার্বভৌমত্বের জন্য হুমকিজনক বলে বিরোধিতা করছে। তবে এবার এ প্রকল্প তৈরিতে আর বাধা নেই। চীন এ প্রকল্প নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন পেয়ে গেছে। আন্তর্জাতিক উন্নয়নের ‘স্বার্থে’ নিরাপত্তা পরিষদ প্রেসিডেন্ট শি জিনপিং এর এই প্রকল্পে অনুমোদন দিয়েছে। আন্তর্জাতিক মহলের অনুমোদন পেয়ে খুশি চীন। এরপরই তারা জানায়, সিপিইসি’র কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে। আর এটাই উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ভারতের।

নিরাপত্তা পরিষদেও ভারত তাদের আপত্তির কথা জানিয়েছির। তবে তা খুব একটা পাত্তা পায়নি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যে দিয়ে অর্থনৈতিক করিডোর তৈরি করছে চীন। ভারতের আপত্তি থাকলেও বিশ্ব সম্প্রদায়ের দ্বিমত নেই।

চীনের পশ্চিম প্রান্তের জিনজিয়াং অঞ্চল থেকে শুরু হয়েছে অর্থনৈতিক করিডোর নির্মাণের কাজ। শেস হবে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রান্তের গোয়াদর বন্দরে। তবে সড়ক ও রেলপথে এই করিডোর গিলগিট-বাল্টিস্তানের মধ্যে দিয়ে যাচ্ছে। এই গিলগিট-বাল্টিস্তানকে ভারত নিজের অংশ হিসেবেই মনে করে। এ প্রকল্পের মাধ্যমে ভারতের সার্বভৌমত্বকে হুমকিরে দিকে ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে দিল্লি। তবে তা ধোপে টেকেনি।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পুরো বিশ্ব চীনের এই উদ্যোগকে সমর্থন করছে। ভারতের উচিত আপত্তি না জানিয়ে এ প্রকল্পকে সমর্থন করা।

ভারতকে এর আগেও সিপিইসি প্রকল্পে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। তবে সার্বভৌমত্বের যুক্তি দিয়ে তারা প্রথম থেকেই এর বিরোধিতা করছে। জাতিসংঘ এবার সেই প্রকল্পে অনুমোদন দেওয়ায় চীনের কাজ অনেক সহজ হয়ে গেল। তবে নিরাপত্তা পরিষদ শুধু সিপিইসি নয়, চীনা প্রেসিডেন্টে বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ (বিআরআই) এরও স্বাগত জানিয়েছে। এছাড়া আফগানিস্তান-তুর্কমেনিস্তান-পাকিস্তান-ভারত গ্যাস পাইপলাইন প্রকল্পের ওপরও গুরুত্বরোপ করেছে।

চীনের বিআরআই উদ্যোগের আওতায় ভারত-চীন-মিয়ানমার-বাংলাদেশ রেল ও সড়ক পথ গড়ে তোলার প্রস্তাবও রয়েছে। সেই প্রকল্পে অংশ নিতে ভারতের আপত্তি নেই। কিন্তু চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নিয়ে ভারতের আপত্তি থাকছেই। নিরাপত্তা পরিষদ যতই সিলমোহর দিক, গিলগিট-বাল্টিস্তানের মধ্যে দিয়ে যাওয়া করিডোরের বিরোধিতায় ভারত যেভাবে সরব তা নিয়ে চীনের অস্বস্তি থেকেই যাচ্ছে। তা চীনের কথা থেকেই স্পষ্ট। চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমসে বলেছেন, ‘ভারতের উদ্বেগ সত্ত্বেও চীনের বিআরআই প্রকল্প আন্তর্জাতিক মহলের সমর্থন পেয়েছে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস।

পাঠকের মতামত

Comments are closed.