175667

১৪ বছর বয়সী এক কিশোরীকে হাজার পুরুষের সঙ্গে যৌন সর্ম্পকে বাধ্য করার অভিযোগ

শায়েখ হাসান:  মাত্র ১৪ বছর বয়সী এক কিশোরীকে দুই বছরে এক হাজার পুরুষের সঙ্গে যৌন সর্ম্পক স্থাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে নিউইয়র্কের ফিলাডেলফিয়ায় অবস্থিত ‘রোজভেল্ট ইন হোটেল’ এর বিরুদ্ধে। বিচার চেয়ে এখন আদালতের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা।

তার অভিযোগ, ১০০০ পুরুষের কাছে নিজের শরীরকে ভোগের সামগ্রী করে তুলতে বাধ্য হয়েছেন। কখনও তার বয়সের তিনগুণ বড় পুরুষ তার উপর অত্যাচার করেছে। কখনও তার শরীর বিক্রি হয়েছে ৩০ মিনিটের জন্য। টানা দু’বছর চলেছে এমনটাই। অবশেষে নিজের ওপর হওয়া এই নারকীয় নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললেন নির্যাতিতা।

যে হোটেলে তাকে এই অমানবিক অত্যাচারের শিকার হতে হয়েছে, সেই হোটেল মালিক এবং ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্যাতিতার আইনজীবী।

নির্যাতিতার দাবি, শিশুপাচার চক্রের ফাঁদে পড়েই বলি হয়েছে তার শৈশব। তাঁর ওপর হওয়া অকথ্য অত্যাচারের বিনিময়ে হোটেল থেকে তাকে ‘পারিশ্রমিক’ হিসেবে দেওয়া হত ৫০ মার্কিন ডলার। তার আরও দাবি, আমাকে ‘যৌন দাসী’তে পরিণত করা হয়েছে।

তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রোজভেল্ট ইনের ম্যানেজার ওয়াই পাটেল।

দেশটির আদালত এরই মধ্যে বিষয়টিকে পেনসিলভানিয়া মানব পাচার আইন ২০১৪- এর আওতায় এনেছেন। এর ফলে সরাসরি বা পরোক্ষভাবে পাচার হওয়া ব্যক্তি ক্ষতিপূরণ পেতে পারেন। বলা হচ্ছে, মামলায় নির্যাতিতা ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ পেতে পারেন।

দেশটির জাতীয় মানব পাচার সেলের তথ্য মতে, ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন হোটেল ও মোটেলের বিরুদ্ধে ১ হাজার ৪২৪ টি মানব পাচারের মামলা হয়েছে। নির্যাতনের শিকার হয়েছেন ১ হাজার ৮৬৭ জন। তবে এই হার সাম্প্রতিক সমেয় আশঙ্কাজনক হারে বাড়ছে। শুধুমাত্র ২০১৬ সালেই সারাদেশে এই ঘটনা ঘটে ৭ হাজার ৫৭২টি। এর মধ্যে ১৫১টি ঘটনা ঘটেছে পেনসিলভানিয়ায়।

সূত্র: ওয়াশিংটনপোস্ট

পাঠকের মতামত

Comments are closed.