175671

৪ কোটি টাকার ঘড়ি !

সজল সরকার: দুবাইয়ে একটি ঘড়ি নিলামে তোলার পর দাম উঠেছে ৫ লাখ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি। ১৯৮১ সালের প্যাটেক ফিলিপ ব্র্যান্ডের ঘড়িটির এই দাম মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ দাম হিসাবে রেকর্ড করেছে। গত ২০ মার্চে ক্রিস্টিতে অনুষ্ঠিত এ নিলাম উৎসবে বিভিন্ন শিল্পকর্মও নিলামে উঠে। নিলামে প্রায় ১ কোটি ৩৫ লাখ ডলার বা প্রায় ১০৮ কোটি টাকার লেনদেন হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ১৮ জন বিখ্যাত শিল্পীর শিল্পকর্ম এ নিলামে স্থান পায়। লেবানন, সিরিয়া, ইরাক ও ইরানের শিল্পকর্ম প্রায় ৮১ লাখ ডলারে বিক্রি হয়। তবে এ নিলামে ঘড়ির সংগ্রহই বেশি ছিল। নিলামে মোট ৫৩ লাখ ডলারের ঘড়ি বিক্রি হয়। দুবাইয়ে অনুষ্ঠিত এ নিলাম মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল নিলাম হিসাবে পরিচিত।
সূত্রঃ খালিজটাইমস

পাঠকের মতামত

Comments are closed.