175555

মুখের উজ্জ্বলতা ফিরে পান ভেষজ কায়দায়

গাজী খায়রুল আলম:

১। গোসলের পর নিয়মিতভাবে একমগ পানিতে ২ চামচ গ্লিসারিন মিশিয়ে সেই পানিতে গা মুছে ফেললে গায়ের চামড়া উজ্জ্বল ও মসৃণ হয়।

২। ছানার পানির সঙ্গে ১/৪ কাপ ময়দা মিশিযে নিন। তাতে কয়েক ফোঁটা সরষের তেল ফেলে ভালোমত মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে, হাতে মেখে ২০-৩০ মিনিট বসুন। তারপর হাতের তালু দিয়ে আস্তে আস্তে তুলুন। চামড়ার উপরে জমে থাকা সমস্ত ময়লা পরিষ্কার হয়ে গেছে দেখবেন।

৩। কাঁচা হলুদ বাটা ও সরষের তেল শীতকালে গায়ে মেখে গোসল করলে রং আরো উজ্জ্বল হয়।

৪। ব্রন ও কালো দাগ মটর ডালের বেসন দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুসুরী ডার ভিজিয়ে কাঁচা হলুদ দিয়ে বেটে ওই স্থানে কয়েক দিন লাগান।

৫। ব্রণ কমে গেলে দাগ থেকে যায় অনেক সময়। তখন আধা চামচ শসার রস, আধ চামচ মধু আর কিছুটা ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে দাগের ওপর লাগালে ভালো ফল পাওয়া যাবে।

পাঠকের মতামত

Comments are closed.