175550

সুস্থ হার্টের মানুষের বাস আমাজনে!

নূসরাত জাহান: সম্প্রতি সুস্থ হার্টের অধিকারীর সন্ধান পেয়েছেন গবেষকরা। ল্যানচেট সাময়িকীতে প্রকাশিত জরিপ প্রতিবেদন থেকে জানা গেছে, সুস্থ হার্টের অধিকারী লোকজান বলিভিয়ার আমাজন জঙ্গলে থাকে। তারা সিমানি আদিবাসী গোষ্ঠীর সদস্য।

সিমানিয়ায় গোষ্ঠীর লোকজনের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার অনেক কম। গবেষকরা বলেছেন, করনারি সংক্রান্ত রোগের তাদের আক্রান্ত হওয়ার হার যুক্তরাষ্ট্রের থেকে ৫ শতাংশ কম। আর এখানকার অনেক আদিবাসী গোষ্ঠী বলিভিয়ার আমাজন জঙ্গলে বাস করেন।

গবেষকরা ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৮৫টি সিমানি গোষ্ঠীর গ্রাম পরিদর্শন করেন। এসময় তারা ৭০০ প্রাপ্ত বয়স্ক সিমানি গোষ্ঠীর ৪০-৯৪ বছর বয়সী লোকজনের সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান অনুযায়ী ৮৫ শতাংশ সিমানি গোষ্ঠীরে লোকজন হার্টের কোনো অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। ১৩ শতাংশ সিমানিদের হার্টের অসুখে আক্রান্ত হওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। আর মাত্র ৩ শতাংশের হার্টের অসুখে আক্রান্ত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। ৭৫ বছেরের বেশি বয়সীদের মধ্যে মাত্র প্রায় ৩২ শতাংশের হার্টের অসুখ হওয়ার কোনো আশঙ্কাই নেই। এ বয়সীদের মধ্যে মাত্র ৮ শতাংশ এ রোগে আক্রান্ত হওয়ার তীব্র সম্ভবনা রয়েছে।

সেন্ট লুক মিড আমেরিকা হার্ট ইনিস্টিটিউটের বিশেষজ্ঞ র‌্যানডাল থম্পসন বলেন, ‘আমাদের এ গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল খুবই গুরুত্ববহ। শহরে বসবারতদের থেকে সিমানিয়ারা ২৫-৩০ বছর সুস্থ থাকে। তারা বুড়িয়ে যায় না।’

গবেষকরা জানিয়েছেন, ধূমপান, উচ্চ মাত্রায় কোলেস্টরাল, উচ্চ রক্তচাপ, আলস্যতা, অতিরিক্ত মেদ ও ডায়াবেটিসের কারণে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এসবের কারণে মানুষের হার্টের নানা ধরনের অসুখে আক্রান্ত হয়। সিমানিয়া গোষ্ঠীর লোকজনের মধ্যে উচ্চ রক্তচাপ ও রক্তে গ্লুকোজের মাত্রা অনেক কম। এজন্য তাদের হার্টের অসুখে আক্রান্ত হওয়ার হার কম। তাদের সুস্থ থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে তাদের স্বাস্থ্য সম্মত জাবীনযাপন পদ্ধতি।

সিমানিয়া গোষ্ঠীর লোকজন দিনের মাত্র ১০ শতাংশ সময় কাজ কর্ম করে না। বাকি সময় তারা শিকার, মাছ ধরা ও কৃষি কাজ করেন। এ কারণে তাদের শরীরে মেদ জমে না।

সহ-গবেষক বেন থ্রামেবেল বলেন, ‘শহরে আমার গাড়ি চালিয়ে ফার্স্ট ফুডের দোকানে গিয়ে দুই হাজার ক্যালোরির খাবার কিনে আবার গাড়িতেই ফিরে আসি। এখানে কার্বহাইড্রেড পোড়ানোর জায়গা কম। এ কারণেই শহরের লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছে।’ সূত্র: জিনিউজ।

পাঠকের মতামত

Comments are closed.