175606

উচ্চতা অনেকটাই কম? এভাবে নিজেকে দেখান লম্বা

নিজের উচ্চতা নিয়ে মনে মনেই অস্বস্তিতে ভোগেন অনেকেই ৷ ভাবতে থাকেন যদি খুব লম্বা হতাম ! ইশশ..কেন আমি বেঁটে ! কিন্তু জানেন কি আপনার উচ্চতা বাড়াতে না পারলেও, এমন কিছু উপায় রয়েছে যা মেনে চললে আপনাকে লম্বা দেখাবে ৷ এর জন্য দরকার সঠিক পোশাক, সঠিক সাজগোজ !

১) পোশাক পরার সময় দেখে নিন কী ধরণের কাটের পোশাক আপনি পরছেন ৷ কম উচ্চতার মানুষেরা ঢিলে-ঢালা পোশাক এড়িয়ে চলুন৷ বরং ঠিকঠাক ফিট হয় এরকম পোশাককেই বেছে নিন ৷

২) লম্বা স্টাইপযুক্ত পোশাক পরুন ৷ বেশি প্রিন্টওয়ালা জামা ব্যবহার থেকে দূরে থাকুন ৷

৩) এক রঙা জামাকাপড় পরলে হালকা রংকে বেছে নিন ৷

৪) জুতো কেনার সময় দেখে নিন ৷ লম্বা দেখানোর জন্য বেশি হিলযুক্ত জুতো কখনই ব্যবহার করবেন না ৷ বরং জুতোর ভিতে প্যাড দেওয়া জুতো কিনতে পারেন ৷

৫) বড় আকারের ব্যাগ নয় ৷ বরং ব্যবহার করুন ছোটো আকারের ব্যাগ ৷

৬) সোজা হয়ে হাঁটুন ৷

৭) মেদ বাড়তে দেবেন না শরীরের ৷

পাঠকের মতামত

Comments are closed.