175592

ভুয়া খবর সম্পর্কে জানানো উচিত স্কুল শিক্ষার্থীদের

সজল সরকার: বিশ্বে সংবাদ মাধ্যম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভূয়া খবরের ছড়াছড়িও বেড়েছে। নতুন প্রজন্মকে ভূয়া খবর থেকে দূরে রাখতে বা সত্য খবর চিহ্নিত করার জন্য স্কুল জীবন থেকেই শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া উচিত বলে বিবিসি’র শিক্ষা বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি বিবিসি’র শিক্ষা বিভাগে সংবাদ মাধ্যমের ভূয়া খবর ও তা চিহ্নিতকরণে শিক্ষার্থীদের প্রশিক্ষণের বিষয়ে একটি কলাম প্রকাশিত হয়।

পশ্চিমা বিশ্বের ৩৫টি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সমন্বয়কারী হিসাবে কাজ করা প্রতিষ্ঠান ‘অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট’ (ওইসিডি)-এর পরিচালক অ্যান্ড্রিস স্কেলিজার বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের খবরের সত্যতা যাচাইয়ের ক্ষমতা বাড়ানোর জন্য স্কুল প্রশাসনের উচিত শিক্ষার্থীদের ভূয়া খবর চেনানোর শিক্ষা দেওয়া।

সামাজিক যোগাযোগ ওয়েবসাইট বাড়ার সঙ্গে সঙ্গে ভূয়া খবরের প্রবণতাও বেড়ে গেছে যা সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটায়। ওইসিডি-এর পরিচালক স্কেলিজার বলেন, ‘যেকোন যুবক ফেসবুকে ঢুকলে সে যেন বুঝে কোনটা খবরটা সত্যি এবং কোন খবরটি ভূয়া।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে প্রভাবিত হয়ে ইউরোপ থেকে যুবকরা মধ্যপ্রাচ্যে গিয়ে বিভিন্ন ইসলামিক জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয় কারণ তারা খবরের সত্যতা ও গভীরতা নিয়ে তেমন কিছু জানেই না।’ দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে ওইসিডিভূক্ত দেশে স্কুল বাচ্চাদের জন্য লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

এখন পর্যন্ত এ পরীক্ষায় গণিত, বিজ্ঞান এবং পড়ার দক্ষতা বিষয়টি রয়েছে, ভবিষ্যতে এ পরীক্ষায় খবরের সত্যতা বিষয়টি অন্তর্ভূক্ত হতে যাচ্ছে। ইউরোপের যুবকরা সঠিক শিক্ষা পেলেই বিশ্ব দরবারে ইউরোপ গৌরবোজ্জ্বল ভূমিকায় থাকবে বলে স্কেলিজার মনে করেন।

সূত্রঃ বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.