175320

কর্মক্ষেত্রে যুবকদের অসন্তোষ বেশি !

সজল সরকার: মানুষের বিভিন্ন বয়সের মধ্যে যুবক বয়সে কর্মক্ষেত্রে অসন্তোষ বেশি থাকে বলেগবেষণায় উঠে এসছে। ইউগভ পোল নামের এক মার্কিন গবেষণা সংস্থা কর্মক্ষেত্রেসন্তোষজনক অবস্থান নিয়ে এ গবেষণা পরিচালনা করে। গবেষণায় দেখা যায় যাদেরবয়স ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে তারা কর্মজীবনে সুখী না। প্রতি ৫ জনের মধ্যেএকজনই কর্মক্ষেত্রে বিরক্ত বলে উঠে  এসেছে জরিপে। অর্থ উপার্জনের ক্ষেত্রেও  এ বয়সীমানুষের মধ্যে পুরুষ ও নারীদের ভিন্নতা রয়েছে। ৪৩ শতাংশ পুরুষ জানিয়েছে তারাঅতিরিক্ত সময়ে কাজ করার জন্য বাড়দি অর্থ পান, অন্যদিকে মাত্র ৩০ শতাংশনারীরা বাড়তি সময়ে কাজের অর্থ পান। জরিপে অংশগ্রহণকারীদের ৩৮ শতাংশজানিয়েছেন তারা ছুটির দিনেও অফিসের ফোন গ্রহণ করেন। মানব সম্পদ উন্নয়নে এবয়সী কর্মীদের জন্য সন্তোষজনক কর্ম পরিবেশ সৃষ্টি করলে সার্বিক উৎপাদন বাড়বেবলে গবেষণা সংস্থাটি পরামর্শ দেয়।

সূত্রঃ নিউকেরালা

পাঠকের মতামত

Comments are closed.