175325

আলিয়ার বড় ভয়

আজমল হোসেনঃ ভারতের মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া টুডে কনক্ল্যাভ ২০১৭’তে অভিনেত্রী আলিয়া ভাট নিজের সবচেয়ে বড় ভয়ের কথা বলেন। তিনি বলেন, “একটা দিন আসবে, যেদিন আমি আর সিনেমায় থাকবো না। সেদিন যখন আসবে তখন আমি কি করব? দুনিয়াতে আসা সকল বিনোদন প্রদানকারীদের মাঝে অন্য সকল ভয়ের চেয়ে এই ভয়টি বেশি আজ করে। মানুষ যাই করতে ভালোবাসুক না কেনো তাকে সেটা একদিন না একদিন ছেড়ে দিতেই হবে কেনোনা কোনো কিছুই চিরস্থায়ী নয়। আর হারিয়ে ফেলার এই ভয়টাই আমাকে সামনে আগাতে সাহায্য করে।”

আলিয়াকে তার বাবা বিখ্যাত পরিচালক মহেশ ভাট শিখিয়েছেন যে ভয় কোন খারাপ জিনিস নয়। তিনি বলেন, “আমার বাবা আমাকে শিখিয়েছেন যে ভয় তোমাকে নিজের পায়ে দাঁড় করায়, এটা তোমাকে সামনের দিকে পরিচালিত করে। ভয়কে আলিঙ্গন করো, ভয়কে নিজের সবচেয়ে ক্ষমতা/দক্ষতা বাড়ানোর কাজে ব্যবহার করো। আমি ভয় পাই কিন্তু আমি আমার মনোযোগ আমার কাজের প্রতি দিবো, যেহেতু আমি এটা হারাতে চাই না সেহেতু আমি আমার সবটুকু আমার কাজের জন্য উৎসর্গ করবো। এই কঠিন সত্যটি বলার জন্য আমি আমার বাবাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি আমার বাস্তবতা এবং আমার বাস্তবতা সুরক্ষিত।”

নিজের অন্যান্য সিনেমাগুলোর মাঝে ‘উড়তা পাঞ্জাব’ এবং ‘টু স্টেটস’ সিনেমা আলিয়াকে বলিউডে নিজের স্থান পাকা করতে সাহায্য করে। বাণিজ্যিক সফলতা পাওয়া সত্বেও এই অভিনেত্রী বিশ্বাস করেন যে তার এখনো অনেক কিছুই করার আছে। তিনি বলেন, “আমি বড় হচ্ছি, আই কখনোই মনে করিনা যে আমি সবকিছু অর্জন করে ফেলেছি। তবে আমি এই সুযোগের জন্য কৃতজ্ঞ। এখানে সবসময় কেউ না কেউ থাকবে যে তোমার থেকে ভালো, তাই তোমাকে অনেক কঠিন রাস্তায় হাঁটতে হবে এবং তোমার সেরাটা দিতে হবে এবং স্রোতের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আমার মনে এই ধারণা স্থাপন করার জন্য আমি আমার বাবা-মা’র কাছে খুব কৃতজ্ঞ।”

পাঠকের মতামত

Comments are closed.