175316

কাশ্মিরে মিডিয়া কর্মীর ওপর পুলিশি হামলা !

সজল সরকার : ভারতের কাশ্মিরে মিডিয়ার ওপর প্রশাসনের নির্যাতন কমছেই না। গত বছরের শেষ সময়ে কাশ্মিরে উত্তেজনা ছড়িয়ে পড়ার থেকে এখন পর্যন্ত সেখানকার সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং বন্ধ হয়ে যাওয়া পত্রিকাগুলো এখন পর্যন্ত চালু হওয়ার অনুমতি পায়নি বরং গত বৃহস্পতিবার বিভিন্ন মিডিয়ার ফটোসাংবাদিকরা প্রশাসনের হাতে প্রহৃত হয়েছে। শ্রীনগরে স্থানীয় নেতা সৈয়দ আলী গিলানী, মিরওয়াজ ওমর ফারুক এবং ইয়াসিন মালিকের গ্রেফতারের বিষয়ে খবর সংগ্রহ ও ছবি তোলার সময় ফটোসাংবাদিকরা পুলিশের হাতে নির্যাতিত হন। এএফপি’র ফটোসাংবাদিক তাওসিফ মোস্তাফা পুলিশের হাতে প্রহৃত হওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে জম্মু ও কাশ্মির এলাকার মিডিয়া কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ফটোসাংবাদিক তাওসিফ জানিয়েছেন তিনি তার পেশাদারিত্বের খ্যাতিরে ফটো তোলার সময় এক পুলিশ কর্মকর্তা তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন। তাওসিফ আর জানান, ‘আমাদের (ফটোসাংবাদিক) কী দোষ ছিল তা পুলিশ জানায়নি, আমরা স্থানীয় নেতা গিলানীর বাসায় যাওয়ার সময় পুলিশ আমাদের বাঁধা দেয় এবং কোন বলার আগেই পেটাতে শুরু করে।’ গ্রেটার কাশ্মির-এর জ্যোষ্ঠ্য সাংবাদিক মুবাসির খান বলেন পুলিশ এতটাই বেপরোয়া ছিল যে পুলিশের গাড়ি তার পায়ের ওপর দিয়ে যায়। কাশ্মিরের কোন খবরই সাংবাদিকদের জানতে দেবে না প্রশাসন বলে অভিযোগ করেন স্থানীয় সাংবাদিকরা।
কাশ্মিরের জনপ্রিয় দৈনিক কাশ্মির রিডার-এর সাংবাদিক আনিস জারগার বলেন, ‘পুলিশ সাংবাদিকদের পেটানোর আগেই নানান খারাপ ভাষায় গালিগালাজ করছিলেন। কোন সাংবাদিককেই ভিতরে ঢুকতে দেয়নি।’
পুলিশের বিভিন্ন প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে মিডিয়া কর্মীদের সঙ্গে কীভাবে ব্যবহার করা উচিত সেই প্রশিক্ষণও দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন মিডিয়া ব্যক্তিত্বরা।
সূত্রঃ দ্য হুট

পাঠকের মতামত

Comments are closed.