175228

গা শিউরানো ভিডিও কাওরানবাজারের: ঘটতে পারে আপনার সঙ্গেও! সতর্ক হতে ভিডিওটি দেখুন এখনই

ফার্মগেট থেকে কাওরানবাজার মোড়। এই এতটুকুন পথে গত এক মাসে কমপক্ষে ৫জন মারা গেছে অ্যাকসিডেন্টে। প্রত্যেকদিন একটা না একটা দুর্ঘটনা ঘটেই এখানে। চরম ব্যস্ত পথে উদভ্রান্ত হয়ে পথ পেরোতে যাওয়া পথচারীরা হয় দুর্ঘটনার নির্মম শিকার।

 

 

 

সড়কটির মাঝখানে ডিভাইডার আছে। সেখানে কাঁটাতারের বেড়াও দেয়া। তবে মাঝের কিছু জায়গায় একটু পর পর বেড়ার বাঁধন ছুটে গেছে। মূলত বেড়ার ফাঁক-ফোকর গলে সহজে রাস্তা পেরোতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

 

 

 

 

 

মহাসড়কগুলোয় ঘটা দুর্ঘটনাগুলোর কারণ আলাদা, কিন্তু ফার্মগেট-কাওরানবাজার এলাকার ওই পথে কীভাবে এই দুর্ঘটনাগুলো ঘটে তার কিছুটা বোঝা যাচ্ছে ভিডিওতে। পাশের একটি ভবনের (ওয়াসা ভবনের পাশে) সিসিটিভি থেকে নেওয়া এই ফুটেজ শনিবার (১৮ মার্চ) বিকাল চারটা ১০ মিনিট থেকে ১২ মিনিটের মধ্যে (একটু আগেপিছে হতে পারে)। এতে দেখা যায়, লাল-হলুদ পোশাক পরা ওই নারী দেশের অন্যতম ব্যস্ত এই সড়কে রাস্তা পার হতে চাচ্ছিলেন। তিনি হয়তো নিয়মিত এভাবেই এখান দিয়ে আসা-যাওয়া করেন- দেখে তেমনি মনে হয়। কিন্তু এভাবে রাস্তা পারাপার কী ধরনের পরিণতি ডেকে আনে, তা ভিডিওতে দেখা গেছে। যারা এ দৃশ্য সচক্ষে দেখেছেন এবং ভিডিওতে দেখেছেন- সবাই আফসোস করছেন তার জন্য। দোষ মাইক্রোচালকের নয়- এটাও পরিষ্কার। তবে, সড়ক ডিভাইডারের ছিঁরে যাওয়া, সরে যাওয়া নেট মেরামতের দায়িত্ব কার- সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

 

 

 

কাওরানবাজার এলাকায় অফিস করা ব্যক্তিদের কেউ কেউ কালের কণ্ঠকে বলেন, এ বিষয়ে অতি দ্রুত সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সব মহলের পদক্ষেপ নিতে হবে। নইলে প্রতিদিন এমন ঘটনা ঘটছে এবং তা ঘটতে থাকবে, চোখের সামনে ঝরে যেতে থাকবে প্রাণ আর পাথরের দেবতার মতো তা রেকর্ড করতে থাকবে সিসিটিভি।

 

 

 

 

 

ঘটনাস্থলের পাশেই একটি নামি প্রতিষ্ঠানের সিনিয়র এক কর্মকর্তা এই সমস্যার সমাধান প্রসঙ্গে বললেন, পূর্ণিমা হলের সামনে যে আন্ডারপাস আছে সেখান দিয়ে পথচারীরা নির্বিঘ্নে পারাপার হতে পারে না হকারদের জ্বালায়। এছাড়া কাছেই যে কটি ফুটওভারব্রিজ আছে, সেগুলোও দখলে থাকে হকারদের। পথচারীদের নির্বিঘ্নে রাস্তা পারাপারের জন্য ফুটওভারব্রিজে এবং আন্ডারপাসে হকার বসতে দেওয়া যাবে না।

 

 

 

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরও বলেন, তবে আন্ডারপাস ও ফুটওভারব্রিজ হকারমুক্ত করার আগে সড়কের মাঝে ডাবল করে লোহার শিক দিয়ে গ্রিল লাগাতে হবে। এটা খুবই জরুরি। এভাবে বসে বসে দুর্ঘটনা দেখা ভয়াবহ মানসিক পীড়নের ব্যাপার। আর যার দুর্ঘটনা ঘটে তার তো জীবনই শেষ অথবা পঙ্গু।

 

 

 

 

 

এখানে দুদিন আগের আরও একটি ভিডিও দেওয়া হলো। একই স্পটে আরেক নারী রাস্তা পার হতে গিয়ে পড়েন টেম্পুর তলায়। তাদের দুজনের পরিণতি জানা যায়নি। তবে দুর্ঘটনায় তারা যে ধরনের আঘাত পেয়েছেন তা ছিল ভয়াবহ- বেঁচে থাকা কঠিন। উৎস: কালের কণ্ঠ।

 

 

 

 

 

 

»আলোচিত আরও সংবাদ পড়ুন«

 

 

 

»ব্রাক্ষণবাড়িয়ায় আজব পুকুর, নামলেই লাশ! দেখুন ভিডিও তে

 

 

»প্লেনের পাখার বাতাসে কিভাবে উড়ে গেলো মানুষসহ পিছনের সবকিছু দেখুন ভিডিওতে…

 

 

 

»সুবহানআল্লাহ! যে ফুল আযানের সাথে-সাথে ফুটে ওঠে, আযান শেষে ঝরে যায় (দেখুন ভিডিওতে)

 

 

 

 

 

»চালক বিহীন গাড়ি ও বিমান আবিষ্কার করল ময়মনসিংহের দুই যুবক

 

 

 

»»উত্যক্তকারীকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটালো দুই ছাত্রী (ভিডিওসহ)

 

 

 

 

 

জেনে নিন, চোরাবালি থেকে বাঁচার কিছু কৌশল (দেখুন ভিডিওতে)

 

»»আল্লাহর কি কুদরত! মাথাছাড়া এই উটটি বেঁছে আছে আবার চলাফেরাও করছে (ভিডিওসহ)

 

 

 

»মেয়ের বয়স কম হওয়ায় স্বামীকে যা বললেন মেয়ের মা

 

 

 

»ভয়ঙ্কর তথ্য: পাগলের বেসে দেখি যাদের ওরা আসলে কে? জানলে নিজেও বিশ্বাস করাতে পারবেন না!

 

 

 

 

»৬ কোটি বারের ও বেশি দেখা হয়েছে এই ভিডিওটি, কি আছে এই ভিডিওটিতে…দেখুন নিজের চোখেই

 

 

 

 

»প্রিয়াঙ্কা চোপড়া ‘মদ্য পান’ করে যা করলেন বলিউডের ইতিহাসে এটাই প্রথম… (দেখুন ভিডিওতে)

»লাইভ ভিডিও সাক্ষাতকোরে যা বল্লেন মুনমুন, আমাকে এমন হতে বাধ্য করা হয়েছে…! (দেখুন ভিডিওতে)

 

 

 

 

দেবরের বিয়েতে ভাবির অসাধারণ নাচ! শুধু দেখতেই ইচ্ছা করে… (দেখুন ভিডিওতে)

পাঠকের মতামত

Comments are closed.