175089

তাজমহল গুড়িয়ে দেওয়ার হুমকি আইএস-এর

শায়েখ হাসান: বর্তমান বিশ্বে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে আইএস। এবার ভালবাসার নিদর্শন হিসেবে সম্রাট শাহজাহানের নির্মাণ করা পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থাপনা ভারতের আগ্রায় অবস্থিত ‘তাজমহল’ গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠনটি।
হিন্দুস্থান টাইমস-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোগল সম্রাট শাহজাহানের তৈরি প্রেমের সৌধকে এবার নিশানা বানিয়েছে আইএস ঘনিষ্ঠ ইসলামি জঙ্গি সংগঠন আহওয়াল উম্মত। বিশ্ববিখ্যাত মোগল স্থাপত্য ধ্বংস করার ছক কষেছে  জঙ্গি সংগঠনটি।
এতে বলা হয়, গত ১৪ মার্চ মঙ্গলবার ওয়েব চ্যানেল ‘টেলিগ্রাম’-এ পোস্ট করা আহওয়াল উম্মত মিডিয়া সেন্টারের তৈরি গ্রাফিক বার্তায় তাজমহলকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই খবর জানিয়েছে ওয়েব দুনিয়ায় সন্ত্রাসমূলক গতিবিধির উপর নজরদারির দায়িত্বে থাকা সংস্থা সাইট ইনটেলিজেন্স গ্রুপ।
গ্রাফিক বার্তায় অষ্টাদশ শতকের অনবদ্য মোগল স্থাপত্যের সামনে সামরিক পোশাক ও কালো হেডগিয়ার পরে, হাতে রকেট-প্রপেল্‌ড গ্রেনেড এবং অ্যাসল্ট রাইফেল নিয়ে এক জঙ্গির দাঁড়িয়ে থাকার ছবিও প্রকাশ করা হয়েছে। গ্রাফিক্সের ইনসেটে তাজের আরও একটি ছবি রয়েছে, যার নিচে লেখা: নতুন নিশানা।
সেই সঙ্গে রয়েছে একটি মোটর ভ্যানের ছবি, যার গায়ে আরবি লিপিতে লেখা ‘আগ্রা ইস্তিশহাদি’, অর্থাৎ আগ্রা শহিদত্ব-সন্ধানী। এই ছবির মাধ্যমে  তাজমহলে আত্মঘাতী জঙ্গি হানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
অতীতেও ভারতে জঙ্গি হানার হুমকি দিয়েছে আইএস ঘনিষ্ঠ সন্ত্রাসবাদী সংগঠন। গত ৮ মার্চ লখনউয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জঙ্গি সইফুল্লাহর মৃত্যুর পরেও টেলিগ্রাম চ্যানেলে সন্ত্রাস হানার হুমকি দেওয়া হয়েছিল। ওই বার্তায় নিহত জঙ্গিকে ‘খিলাফতের ভারতীয় সৈনিক’ বলে উল্লেখ করা হয়।
ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মোট ৭৫ জন ভারতীয় আইএস-এ যোগ দিয়েছে। তাদের মধ্যে মহারাষ্ট্র, কেরালা ও কর্নাটক থেকে ৪৫ জন যোগ দিয়েছে। বাকিরা সকলেই অনাবাসী ভারতীয়।
সূত্র: হিন্দুস্থান টাইমস

পাঠকের মতামত

Comments are closed.