174981

মা-বাবার আয়ু বাড়ায় সন্তানরা

সজল সরকার: নতুন এক গবেষণায় দেখা যায় সন্তানরা মা-বাবাকে দীর্ঘায়ু করে তুলতে সাহায্য করে। তবে গবেষণায় আরও দেখা যায় যে সাধারণত বাবারাই সন্তানের কথা চিন্তা করে আরেকটু বেশি সময় বাঁচতে চান। গবেষণায় সুইডেনের ৬০ বছর বয়সী ৭০ হাজারের অধিক পুরুষ এবং ৭২ হাজার নারীদের কাছে শুনতে চাওয়া হয়েছিল সন্তানদের ব্যাপারে তাদের মতামত কী। তাদের মধ্যে ২০ শতাংশের বেশি বলেছে তারা সন্তানের জন্যই আরও বেশি দিন বাঁচতে চান। তবে নিঃসন্তান দম্পতিদের আরও বেশি দিন বাঁচার আগ্রহ আসে না।’ গবেষনায় বলা হয় সন্তান শুধু বংশবৃদ্ধিই নয় বরং মানুষের জীবন ধারনের বৈশিষ্টগুলোকে আরও নতুন রূপ দেয়। গবেষণার ফলাফল জার্নাল অব এপিডেমোলজি এন্ড কমিটিউটি হেল্থ জার্নালে প্রকাশিত হয়।
সূত্রঃ নিউকেরালা

পাঠকের মতামত

Comments are closed.