174978

বার্গারের দাম ৮ লাখ টাকা !

সজল সরকার: দুবাইয়ে একটি বার্গার বিক্রি হয়েছে ১০ হাজার মার্কিন ডলারে যা বাংলাদেশি টাকায় ৮ লাখেরও বেশি পরিমান। স্তন ক্যান্সারের সচেতনতা বাড়ানোর নিমিত্তে সামাজিক কর্মকান্ডের জন্য এ অর্থ ব্যয় হবে বলে জানানো হয়। শারজার পরিসংখ্যান ও জনকল্যান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল থানি ‘পিংক বাইট’ নামে একটি সামাজিক সংঘঠন পরিচালনা করেন। নারীদের নিয়ে কাজ করা সংগঠনটি স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরীর লক্ষে কাজ করে থাকে। অনেক নারীরা লজ্জায় হয়ত স্তনের কোন সমস্যা বলতেই পারে না ডাক্তারের কাছে কিন্তু যে কোন নারী স্তন পরীক্ষা করার পর যদি প্রাথমিক পর্যায়েই চিকিৎসা নেন তাহলে রোগ অনেকাংশেই নিয়ন্ত্রণ থাকে। স্তন ক্যান্সারের বিষয়ে নারীরা আরও বেশি সচেতন হবে বলেই দুবাইয়ে অভিনব এ বার্গারের আয়োজন করা হয়েছে।
সূত্রঃ খালিজটাইমস

পাঠকের মতামত

Comments are closed.