174987

ডুব সিনেমার পোস্টারও নকল?

অনির্বাণ বড়ুয়া: ডুব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলো, এবারের বিতর্কের নাম নকল পোস্টার বিতর্ক। সম্প্রতি ডুব সিনেমা একটি পোস্টার ছেড়েছে। যেটি দেখে সবার মনে দাগ কেটেছে। ইরফান খানের ছবি আঁকা পোস্টারটি দেখে ভক্তরা ‘আহা কী সুন্দর পোস্টার’ বলতে ভুল করেননি। তবে সম্প্রতি সোস্যাল মিডিয়ায় অনেকেই বলছেন পোস্টারটিও আসলে সমালচনার উর্ধ্বে নয়। এটিও নকল বলে দাবি করছেন কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট। বিনোদন সাংবাদিক মাহফুজুর রহমানের মতে ডুব সিনেমার পোস্টারটি অস্কারজয়ী সিনেমা রেভেন্যান্ট সিনেমার পোস্টারের কনসেপ্ট নকল করে বানানো। বিষয়টি নিয়ে তিনি বিরক্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, “অনলি কনসেপ্ট নিছি! জাষ্ট থিম নিছি!, একবার খালি দেখছি!, ক্লায়েন্ট ডিমান্ড!, দুনিয়ায় মৌলিক বলে কিছু নাই!, ইন্সপায়রেশন চুরি হয় ক্যামনে!, এটা কাকতালীয়!, অরিজিনাল লোকে খায় না!, আলোচনায় থাকতে হবে তো!” এসব কথার আড়ালে শিল্পের দেউলিয়াপনা লুকানো হয়। তিনি মনে করেন ডুবের পোস্টার কেলেঙ্কারিকেও এমন কোনও একটি নামে দেওয়া হবে। বলা হবে উপরের কোনও একটি বাক্য।

তবে তিনি মনে করেন আমাদের দেশেই অনেক মেধাবি চিত্রশিল্পি আছে। যাদের ডিঙ্গিয়ে বিদেশ থেকে নকল শিল্প বানানোর কোনও মানে হয় না।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “এদেশে অত্যন্ত মেধাবী চিত্রশিল্পী আছেন। উচ্চশিক্ষিত ডিজাইনারের অভাব নেই। স্বশিক্ষিত প্রতিভাবান ডিজাইনার ডানে-বায়ে ঘুরছে। কেউ মনে ধরলো না, কাউকে চোখে পড়লো না। ত্যানারা গেলেন কলকাতা থেকে পোষ্টার করাতে। দেশের সব আর্টিষ্ট চোর। সেজন্য ওপারের টাকায় ওপারের ডিজাইনার টিম। ত্যানারা এই কর্মখানা উপহার দিলেন।”

বিষয়টি বিশেষজ্ঞ মহলে বেশ নাড়া দিয়েছে। কারণ ইতিমধ্যেই গল্পচুরির অভিযোগে জর্জরিত ডুব। আশঙ্কা আছে বাংলাদেশে মুক্তি না পাওয়ারও। বিষয়টি এখন আদালত দেখছেন।

মাহফুজুর রহমানের স্ট্যাটাসের পর বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করে দেখা যায় আরও একটি সিনেমার পোস্টারের সঙ্গেও এটি মিলে যায়। মোস্তাফিজুর রহমান রিয়াদ নামে একজন ফেসবুকে বিখ্যাত রকি ফোর ও ডুবের পোস্টার পাশাপাশি রেখে বলেন, “শেষ পর্যন্ত পোস্টার টাও নকল করতে হল। এখন আবার হয়ত বলবে মিলে গেলেই তো আর বায়োপিক হবে না। কত্ত বড় বিনোদনের উৎস যে এই ফারুকী তা আর নাই বললাম। ডুব সিনামার সস্তা প্রচারের জন্যও অনেক কাহিনী করেছে। আর কোন কাহিনী জাতি দেখতে চায় না,বিশেষ করে হুমায়ূন ভক্তরা।”

দুটি সিনেমার পোস্টার যদি একই ধাঁচের হয় তাহলে রেভেন্যান্টও কী রকির পোস্টার নকল করেছে? এই প্রশ্নটি করেছেন একজন ফারুকী ভক্ত। মুশফিকুর রহমান নামের ওই ব্যাক্তি বলেন, দেখুন, ইতিমধ্যেই দুটি পোস্টার একই ধাঁচের বের হয়ে গেছে। খুঁজলে মনে হয় আরও পাওয়া যাবে। তার মানে কি সবাই নকল করলো? আমার মনে হয় সমালোচনার একটা যৌক্তিক গ্রাউন্ড থাকা চাই।

নিয়মিত ছবি আঁকেন আকাশ রহমান, তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে জানা গেলো, আসলে থিমের কোনও কার্টেসি হয় বলে আমার মনে হয় না। দুনিয়াতে সব শিল্পিই পোট্রেট বানায়। একেকজন একেক রকম। সব শিল্পিই বিভিন্ন থিমের ওপর কাজ করি। এটা দোষের কিছু নয়। থিমের ওপর শিল্পি কতখানি মৌলিকত্ব ফুটিয়ে তুলতে পেরেছেন তা’ই দেখার বিষয়।

এদিকে নতুন এই বিতর্ক নিয়েও আবারও দুই ভাগ হয়ে গেছে ফেসবুক। একদল পোস্টার বিতর্কের সঙ্গে টেনে আনছে গল্পের বিতর্কটি।

আবার অনেকে বলছে এসব অযথা বিতর্ক। আসলে ডুবের সঙ্গে কারও কোনও সম্পর্কে নেই।

সাদ নামে একজন লিখেছেন, “ছবি বানাইতেই পারে। এ নিয়ে রাজনীতি করার কিছুই নেই। এটা বায়োপিক না। তবে হূমায়ুন আহমেদের জীবনের একটা ঘটনা/অংশের সাথে হুবুহু মিলে, কিন্তু তাঁর সম্পূর্ণ জীবন দেখায় নাই। পরিচালক বায়োপিক বানাইলে অনুমতির দরকার পড়ত।”

পাঠকের মতামত

Comments are closed.