174824

সৌদি আরবে নামেই শুধু নারী কাউন্সিল

নূসরাত জাহান: নারীদের প্রকাশ্যে আসার সুযোগ করে দিতেই সৌদি আরবে ‘কাসিম গালর্স কাউন্সি’ চালু করা হয়েছে। মজার বিষয় হচ্ছে নারীদের জন্য চালু করা এ কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ছিলেন ১৩ জন। তাদের সবাই পুরুষ। নারীদের জন্য গড়া সংগঠনের অনুষ্ঠানেই ছিলেন না কোনো নারী। অন্তত তেমন কোনো ছবি গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

নারীদের মত প্রকাশের প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্যই সৌদি কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। যা আরবের মতো দেশের জন্য তো খুবই উৎসাহব্যঞ্জক। দেশটির আল-কাসিম প্রদেশে মেয়েদের জন্য প্রথম এমন কাউন্সিলের উদ্বোধন করা হলো। তবে এ অনুষ্ঠানে পর্দায় ১৩ জন পুরুষকে দেখা গেছে। নারীরা ছিলেন আরেকটি কক্ষে। ভিডিও লিংকের মাধ্যমে তাদের অনুষ্ঠানে যুক্ত করা হয়। পুরুষ শাসিত সৌদি সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনো ছবি প্রকাশ করা হয়নি।

কাসিম গালর্স কাউন্সিলের বৈঠকের যে প্রচারণামূলক ছবি প্রকাশ করা হয় তাতে ১৩ পুরুষকে মঞ্চে বসে থাকতে দেখা গেছে। নারীদের অনুষ্ঠানে নারীরাই ছিলেন অনুপস্থিত। কাসিম কাউন্সিলের এই ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবির তুলনা করা হয়েছে। ওই ছবিতেই ট্রাম্পের চারপাশে শুধু পুরুষদের দেখা গেছে। অথচ ট্রাম্প সই করছিলেন গর্ভপাত বিষয়ক নীতিতে।

সৌদি সমাজে আত্মীয়তার সম্পর্ক নেই এমন নারী-পুরুষকে পৃথক রাখার নীতি কঠোরভাবে মেনে চলা হয়। পুরুষ ছাড়া কোনো সৌদি নারী বাইরে বের হতে পারে না। কারো সঙ্গে কথা পর্যন্তও বলতে পারে না। তবে সম্প্রতি এই নীতিতে কিছুটা শিথিল হয়েছে। ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে এধরনের নীতি কিছু কিছু শিথিল করা হচ্ছে। সৌদি সরকারের মূল লক্ষ্য কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ২২ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা।

এরই অংশ হিসেবে হিসেবে প্রথম এ ধরনের বৈঠকের আযোজন করা হয়েছিল। তবে পুরুষ-প্রধান এই নারী কাউন্সিলের ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

নারীদের ওই কাউন্সিলের উদ্বোধন করেন আল-কাসিম প্রদেশের গর্ভনর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সউদ। তিনি বলেন, ‘আমি এই উদ্যোগে গর্বিত। কাসিম প্রদেশে নারীরা পুরুষদের কাছে বোনের মতো। নারীদের কাজের ক্ষেত্রে আরো সুযোগ তৈরির বিষয়টি আমরা একটা দায়িত্ব বলে মনে করি।’

এই নারী কাউন্সিলের প্রধানের দায়িত্বে রয়েছেন প্রিন্স ফয়সালের স্ত্রী প্রিন্সেস আবির বিন্তে সালমান। ছবিতে তাকেও দেখা যায়নি।

প্রিন্স ফয়সাল আরো বলেন, ‘’আমাদের সমাজের অর্ধেকই নারী। তাই তাদের কাজে লাগানোর সময় এসেছে।’ তবে নারী কাউন্সিলের প্রকাশিত ছবি তার কথার প্রমাণ দিচ্ছে না। সূত্র: বিবিসি।

পাঠকের মতামত

Comments are closed.