174833

সোস্যাল মিডিয়ায় ব্লাসফেমি কনটেন্ট প্রচার রোধের নির্দেশ নওয়াজের

নূসরাত জাহান: সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননাকর (ব্লাসফেমি) বিষয় পোস্ট বন্ধ করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মঙ্গলবার তিনি প্রশাসনকে এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী নওয়াজ বলেছেন, মুসলমানদের আবেগ ও অনুভূতির অবশ্যই সম্মান করা উচিত। এটি নিয়ে খেলা করার অধিকার কারো নেই। ব্লাসফেসি সংক্রান্ত লেখা মুসলিম উম্মার আবেগ নিয়ে খেলা করে। এজন্য তিনি এ ধরনের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিষয় যাতে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য যা যা করণীয় তা করার নির্দেশও দিয়েছি। এছাড়া এ ধরনের কাজের সঙ্গে যা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং যথাযথ শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নওয়াজ বলেছেন, ‘ব্লাসফেমি সংক্রান্ত বিষয় ছড়িয়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের খুঁজে বের করুন এবং আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।’
এছাড়া পররাষ্ট্র দপ্তরকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। যাতে করে আন্তর্জাতিক সামাজিক মাধ্যমগুলো ব্লাসফেমি সংক্রান্ত বিষয় ব্লক করা নিশ্চিত করতে পারে।
সূত্র: দ্য নিউজ।

পাঠকের মতামত

Comments are closed.