174716

বিজেপির রেকর্ডের দিনে নারীদের রেকর্ড

নূসরাত জাহান: সদ্য শেষ হওয়া উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ জয় পেয়েছে। ৪০৩ আসনের মধ্যে ৩২৪ আসন পেয়েছে। তবে এ নির্বাচনে জিতে ক্ষমতাসীন দলই শুধু রেকর্ড করেনি, নারীদেরও জয় হয়েছে। নারী বিধায়করাও জয়ের নতুন রেকর্ড করেছেন। এবারের নির্বাচনে ৪০ আসনে জয় পেয়েছেন নারী বিধায়করা। ২০১২ সালের নির্বাচনে ৩৬ আসনে নারীরা জয়ী হয়েছিলেন। এবার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

৪০ নারী বিধায়কের মধ্যে ৩৪ জন বিজেপির, বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) দুজন এবং কংগ্রেস, সমাজবাদী পার্টি (এসপি), আপনা দল থেকে একজন দুজন নারী জয়ী হয়েছেন।

২০১২ সালে বিধানসভা নির্বাচনে এসপির টিকিটে ১৯ নারী বিধায়ক জয়ী হয়েছিলেন। আর বিজেপির ছয়জন, বিএসপির তিনজনে এবং কংগ্রেস, আপনা দল ও স্বতন্ত্রভাবে তিনজন নারী জয়ী হয়েছিলেন। ভারতে ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। এবারের নির্বাচনের সংরক্ষিত আসনের চেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন নারীরা।

নারীদের এ বিজয় সম্পর্কে উত্তর প্রদেশের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর কোর কমিটির সদস্য সঞ্জয় রায় বলেন, ‘নির্বাচনের সময় পিতৃতন্ত্র অনেক বেশি উজ্জ্বলভাবে প্রকাশ পায়। নারী নেত্রীরা পুরুষ প্রতিদ্বন্দ্বীদের মতো ভূমিকা রাখতে পারে না। কারণ পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব রয়েছে মাত্র ৮-১০ শতাংশ। ’

বিশেষজ্ঞরা বলছেন, সমস্যাটা আসলে অন্য জায়গায়। তৃণমূল পর্যায়ে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নারীদের সেভাবে মূল্যায়ন করা হয় না। খুব কম সংখ্যক নারীদেরই দল থেকে নির্বাচনের টিকিট দেওয়া হয়। এ পরিমাণ মাত্র ৮ শতাংশ। এটা শুধু বিজেপি বা কংগ্রেসে নয়, বেশিরভাগ রাজনৈতিক দলগুলো চিত্রই এমন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

পাঠকের মতামত

Comments are closed.