174745

দুর্লভ রোগ অপ্টিজ সি সিন্ড্রোম এর জিন চিহ্নিত

আজমল হোসেনঃ কাতালানে অতি বিরল রোগ অপ্টিজ সি সিন্ড্রোম’তে আক্রান্ত একমাত্র রোগীর শরীর থেকে এই রোগের জন্য দায়ী জিন শনাক্ত করতে পেরেছেন গবেষকরা।
অপ্টিজ সি সিন্ড্রোম একটি জিনগত রোগ যার কারণে মানুষ গুরুতর প্রতিবন্ধী হতে পারে, আইবেরিয়ান পেনিনসুলায় তিন জন এবং সমগ্র বিশ্বে মাত্র ৬০ জন এই রোগের শিকার।
ইউনিভার্সিটি অফ বার্সেলোনা এবং বায়োকেমিক্যাল রিসার্চ নেটওয়ার্কিং সেন্টার অফ রেয়ার ডিজিজশেষ সর্বপ্রথম জিনগত রোগের কারণ খুঁজে বের করেন, যদিও এখন পর্যন্ত এই রোগের কোন চিকিৎসা নেই।
সিআরজি’র ডিরেক্টর লুইস সেরানো এর মতে, “এই ধরনের গবেষণা ভবিষ্যতের ওষুধ এবং রোগ নির্ণয় ও তার চিকিৎসার জন্য জিনোমিক্স এর গুরুত্ব তুলে ধরে। শুধুমাত্র রোগ বুঝে নির্ণয় করতে পারাটাই নয় বরং এর সাথে জড়িত অন্যান্য ছোটখাটো রোগের সম্ভাব্য চিকিৎসাও করা প্রয়োজন।”
তিনি আরো বলেন, “সিআরজি এর জন্য এটা খুবই সন্তুষ্টির যে, আমাদের জ্ঞান এবং উন্নত প্রযুক্তি এই ধরনের প্রকল্পে কাজে আসছে যা যা প্রবল সম্ভাবনার আশা যোগায়।”
সায়েন্টিফিক রিপোর্টস এর একটি প্রতিবেদনে এই গবেষণার বিস্তারিত ছাপা হয়।

পাঠকের মতামত

Comments are closed.