173432

সহজেই দূর করুন গায়ের দুর্গন্ধ

গাজী খায়রুল আলম: গায়ের দুর্গন্ধ নিয়ে অনেকে অস্বস্তিতে ভোগছেন? আপনার গায়ের দুর্গন্ধে লোক পালায়? তাহলে এখনই সাবধান হওয়াটা জরুরি। কারণ গরমকাল যে একেবারেই দোরগোড়ায় এস দাঁড়িয়েছে। এখনই যদি সঠিক ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে তো ঘোর বিপদ!
কীভাবে দূর করা যায় গায়ের গন্ধ? সহজ কিছু পদ্ধতি আছে, যা মেনে চললে এই ধরনের বিদঘুটে অসুবিধা থেকে সহজে নিস্তার পাওয়া সম্ভব।
আমাদের গায়ের সোয়েট গ্লান্ড বা ঘামের গন্থীগুলি যখন প্রয়োজনের তুলনায় বেশি কাজ করতে শুরু করে দেয়, তখন সারা শরীরে ব্যাকটিরিয়ার প্রাদুর্ভাব খুব বেড়ে যায়। কারণ ভেজা জায়গাতে ব্যাকটিরিয়ার বিস্তার সব থেকে বেশি পরিমাণে হয়। আর ব্যাকটিরিয়ায়র স্ংখ্যা যত বাড়তে থাকে, দূর্গন্ধের পরিমাণ তত বাড়তে থাকে।

এবার জেনেনিন গায়ের দুর্গন্ধ দূর করার সহজ উপায় গুলো।

১। অ্যাপেল সিডার ভিনিগার:
এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপাটিজ, যা ব্যাকটেরিয়াদের সমূলে খতম করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, শরীরে পি-এইচ লেভেল ঠিক রেখে সার্বিকভাবে ত্বককে ভালো রাখতেও সাহায্য করে। বগলে অল্প করে অ্যাপেল সিডার ভিনিগার লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে গোসল করেনিন। প্রতিদিন এমনটা করলে দেখবেন গায়ে আর দূর্গন্ধ হবে না।

২। খাবার সোডা:
পরিমাণ মত বেকিং সোডার সঙ্গে একটু পানি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। তারপর সে পেস্ট বগলের বা শরীরের যেখানে যেখানে বেশি ঘাম হয়, সেখানে লাগান। যতখন না পেস্টা শুকিয়ে যাচ্ছে , ততক্ষণ রেখে গোসল করে নিন। বেকিং সোডা ঘাম শুষে নেয় । ফলে ব্যাকটেরিয়া আর জন্ম নিতে পারেনা। তাতে গায়ের দুর্গন্ধ দূর হয়।

৩। ভদকা:
তিন ভাগ পানির সাথে এক ভাগ ভদকা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে ফেলুন। তারপর সে মিশ্রণ শরীরের যেখানে যেখানে ঘাম হয়, সেখানে স্প্রে করুন। দেখবেন আর দুর্গন্ধ হবেনা। ভদকা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে।

৪। লেবুর রস:
ত্বকের পি-এইচ লেভেল যত কম হবে, তত শরীরে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ারা জন্ম নিতে পারবে না। ফলে কমবে শরীর থেকে বাজে গন্ধ বের হওয়ার সম্ভাবনা। লেবুর রস শরীরের এই পি-এইচ লেভেল কম রাখতে সাহায্য করে।তাই এই ধরনের সমস্যায় লেবুর রস ব্যবহার করুন।

৫। টি-ট্রি অয়েল:
এতে রয়েছে অ্যান্টিসেপটিক প্রপাটিজ, যা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের মেরে ফেলে। ফলে গা থেকে দুর্গন্ধ বের হবার আর সম্ভবনা থাকেনা। টি-ট্রি অয়েল শরীরে সরাসরি লাগাবেন না। পরিমাণ মত পানিতে এই অয়েল মিশিয়ে সারা শরীরে লাগালে ভালো ফল পাবেন।

৬। অ্যালো ভেরা জেল:
রাতে শুতে যাওয়ার আগে বগলে অল্প করে অ্যালো ভেরার জেল লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে উঠে গোসল করে নিন । এমনটি প্রতিদিন করলে দেখবেন আর দুর্গন্ধ হবেনা।

পাঠকের মতামত

Comments are closed.