173198

শান্তিতে থাকতে চাইলে ছাদে সাদা রঙ করুন

নূসরাত জাহান: সারাদিনের কাজের শেষে সবার গন্তব্য ‘হোম সুইট হোম’ । তা সে বাড়ি ছোট হোক বা বড়ই হোক, সবাই সেখানে শান্তিতে থাকতে চান। তবে যেভাবে উষ্ণতা বাড়ছে তাতে পৃথিবী দিন দিন গরম হয়ে যাচ্ছে। তাইতো একটু আরামে থাকতে চাইলে বাড়ির ছাদে সাদা রঙ করতে বলছেন বিশেষজ্ঞরা। এতে সূর্যের তাপ কম শোষণ করে ছাদ। ফলে গরম কম লাগে এবং আরামে ঘুমানো যায়। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।  

বাড়ির ছাদে কোন রঙ কি প্রভাব ফেলে তা নিয়ে লাইভ সায়েন্সে গবেষণা চালিয়েছির। এতে দেখা গেছে, ছাদে সাদা রঙ করা থাকলে সূর্যের রশ্মি কম প্রভাব ফেলতে পারে। এটা শুধু বাড়ি না এলাকার পরিবেশেও ঠাণ্ডা রাখতে সহায়তা করে।
কলোরাডোর ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোসফোর রিসার্চ (এনসিএআর) এর গবেষকরা গবেষণাটি চালিয়েছেন। গবেষক কেথিন ওলেসন বলেছেন, ‘ছাদে সাদা রঙ করার কথা শুধু তত্ত্ব কথায় সমীবদ্ধ না রেখে এর বাস্তবায়ন করলে তা সবার জন্য উপকার হয়। ছাদে সাদা রঙ শহরে এলাকার তাপমাত্রা কমায়। যদি এটি বাস্তবায়ন করাটা বেশ কঠিন। তারপরও যদি শহরের সব বাড়ির ছাদ সাদা রঙ করা যায় তাহলে তা সবার জন্য সহায়ক হবে।’
শহরের সুউচ্চ ভবন, গাড়ি, এসি ও কলকারখানার জন্য জলবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়ছে। এতে করে কার্বনের নিঃসরণ বাড়ছে এবং উষ্ণতাও বাড়ছে দিন দিন। যার বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর।
গবেষকরা বলেছেন, শহরের পিচ ধালা রাস্তা, বহুতল ভবন ও অন্যান্য স্থাপনার জন্য শহরের তাপমাত্রা গ্রাম থেকে ২ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকে।  এ প্রসঙ্গে আরেক গবেষক গর্ডন বোনান বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের কতটুকু প্রভাব শহরের আবহাওয়ার ওপর প্রভাব ফেলবে তা ধারণা করে বলাটা মুশকিল। ’
গবেষকরা বলছেন, বাড়ির ছাদে সাদা রঙ থাকলে তাতে সূর্যের রশ্মি পড়ে খুব বেশি তাপ ছড়ায় না। ফলে আবহাওয়া শীতলই থাকে। কারণ সাদা রঙ অন্যান রঙের চেয়ে কম তাপ আটকে রাখে। এদিকে কালো রঙ সবচেয়ে বেশি তাপ আটকে রাখে।   
এ বিষয়ে আরো গবেষণা চালিয়ে যাচ্ছেন ওলেসনের নেতৃত্বাধীন গবেষক দল। শহরে এলাকার তাপমাত্র কমাতে ছাদে সাদা রঙের ব্যবহার করা নিয়ে একটি মডেলও দাড় করিয়েছেন তারা। তাদের মতে, বাড়ির ছাদে সাদা রঙ করা থাকলে তা শহরে এলাকার তাপমাত্রা বিশেষ করে গ্রীষ্মকালের তাপমাত্রা ০.৭ ডিগ্রি পর্যন্ত কমাতে সহায়তা করে। এটা বাড়ির ভেতরের পরিবেশও ঠাণ্ডা রাখে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

পাঠকের মতামত

Comments are closed.