173195

পত্রিকার দাম বাড়ছে ভারতে

সজল সরকার: সংবাদ মাধ্যমের নেতিবাচক অবস্থার মধ্যে ভারতে পত্রিকার দাম বাড়ছে। গত বছরের শেষের দিক থেকেই ভারতের প্রিন্ট মিডিয়ার বাজারে লোকসানের পরিমাণ বেড়ে যায়। দেশটির শীর্ষ পত্রিকাগুলো তাদের বিভিন্ন রাজ্যের সংস্করণ বন্ধ ঘোষণা করে এবং বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এ অবস্থায় ভারতের বহুল প্রচারিত পত্রিকা দ্য হিন্দু এ অবস্থায় পত্রিকার দাম বাড়িয়ে দিয়েছে। নতুন ডিজাইনে বাজারে আসা পত্রিকার দাম রাখা হচ্ছে ১০ রুপি করে এবং রোববারের সংস্করণের দাম ১৫ রুপি। তবে দ্য হিন্দু শুধুমাত্র দিল্লি সংস্করণের জন্যই এ বাড়তি দাম রাখবে। অন্যান্য রাজ্য সংস্করণের দাম বাড়বে না। এ বছরের শুরুতেই ভারতের সবচেয়ে বড় বাংলা পত্রিকা আনন্দবাজার তাদের প্রায় ২শ কর্মী ছাঁটাই করেছে। অন্যান্য পত্রিকাও লোকসান কমাতে ব্যবস্থা নিয়েছে ইতোমধ্যেই। তবে অনেকেই মনে করেন পত্রিকার দাম বাড়িয়ে সার্কুলেশন না কমিয়ে বরং বিজ্ঞাপনের ওপর থেকে নির্ভরতা কমানো দরকার।

সূত্রঃ দ্য হুট

পাঠকের মতামত

Comments are closed.